নিজস্ব প্রতিবেদক,
খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী নামক স্থানে তেলবাহী রেল ট্যাংকারের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ায় এ ঘটনা ঘটেছে। সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের খুলনার এরিয়া অপারেটিং ম্যানেজার মো. মুজিবুর রহমান।
সকাল ৮টা ২০ মিনিটে তিনি জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি খুলনা থেকে জ্বালানি তেল নিয়ে পার্বতীপুর যাচ্ছিল। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী নামক স্থানে তেলবাহী রেল লাইনচ্যুত হয়। এতে খুলনা স্টেশন থেকে ছেড়ে যাওয়া রূপসা ও কপোতাক্ষ এক্সপ্রেস আটকরা পড়ে। পাকশী থেকে উদ্ধারকারী ট্রেন এসে কাজ উদ্ধার কাজ করছে। রেল যোগাযোগ স্বাভাবিক হতে দুপুর হয়ে যাবে।
বিএসডি/আইপি