নিজস্ব প্রতিবেদক,
২৫০ শয্যা বিশিষ্ঠ মোহাম্মদ আলী হাসপাতালের করোনা ফোকাল পার্সন ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শফিক আমিন কাজল এর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা।
সোমবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত হাসপাতালের সামনে সড়কে এ কর্মসূচি পালিত হয়।
এতে বক্তারা বলেন, করোনাকালীন সম্মুখ যোদ্ধা ডা. শফিক আমিন কাজল করোনা রোগীদের সুস্থ করে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বগুড়ার সকল শ্রেনী পেশার মানুষের চিকিৎসা সেবায় আস্থার ঠিকানায় পরিনত হয়েছেন তিনি। ডা. কাজল একজন ব্যক্তি নয় একটি প্রতিষ্ঠান, বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বিএমএ বগুড়ার সমাজ কল্যান সম্পাদক, কালের কণ্ঠ শুভ সংঘের সহসভাপতি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে তিনি সম্পৃক্ত। গরীবের ডাক্তার খ্যাত ডা. কাজলের উপর সন্ত্রাসীদের হামলা শুধু দু:খজনক নয় অমানবিক।
এ ঘটনায় ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, ডা. কাজলকে হত্যার চেষ্টার ঘটনায় জড়িত চিহ্নিত সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এতে ভার্চুয়ালী বক্তব্য রাখেন বিএমএ বগুড়ার সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু।
হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন হাসপাতালের তত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান, বিএমএ বগুড়ার সহসভাপতি ডা. আব্দুল হাকিম, ডা. শারমিন হোসেন, ডা. রাসেল, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এম মিল্লাত হোসেন, এনামুল হক, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা একরামুল হক, কর্মচারী সংগঠনের নেতা শহিদুল ইসলাম সুইট, আনোয়ার হোসেন, নার্সিং কর্মকর্তা নাজিয়া আক্তার নাজু, ফরিদ উল ইসলাম, শাজাহান আলী, গোলাম রব্বানী।
বিএসডি/আইপি