নিজস্ব প্রতিবেদক:
সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রমের আওতায় বগুড়ায় দেড় লক্ষাধিক পরিবারকে কম মূল্যে টিসিবি পণ্য বিতরণ শুরু হয়েছে। রবিবার সকাল ৯টায় সদরের ফাঁপোর ইউনিয়নে এ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক।
এ সময় সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী, সদর ইউএনও সমর কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান উপস্থিত ছিলেন। সকাল ১০টায় পৌরসভার ৪নং ওয়ার্ডে পণ্য বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা। ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সরকারের উদ্যোগে এ ওয়ার্ডে ৮৮১ জন কার্ডধারী টিসিবি পণ্য পেয়েছেন।
বাজারের চেয়ে কম মূল্যে ভালো মানের পণ্য পেয়ে খুশি সুবিধাভোগীরা। তারা জানান, সরকার তাদের কম মূল্যে পণ্য দিচ্ছেন, এতে তারা উপকৃত। বাজারের জিনিসপত্রের দাম বেশি, সে তুলনায় টিসিবি থেকে কম মূল্যে ভালো পণ্য পাওয়া যাচ্ছে।
বগুড়া জেলা প্রশাসক মো. জিয়াউল হক জানান, বগুড়ায় ১ লাখ ৬৩ হাজার ১৯৮ পরিবারকে কম মূল্যে পণ্য বিতরণ করবে জেলা প্রশাসন। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নির্ধারিত ৯৬ জন ডিলারের মাধ্যমে মসুর ডাল, সয়াবিন তেল ও চিনি বিক্রি করা হবে। ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল ও ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন। রোজার আগে ও পরে মোট দুইটি ধাপে এ পণ্য বিতরণ করা হবে।
বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা জানান, পৌর এলাকায় প্রায় ১৯ হাজার ৩৮২ পরিবার এ সেবা পাবে। পর্যায়ক্রমে সকল ওয়ার্ডে টিসিবির পণ্য বিতরণ করা হবে।
বিএসডি/ এলএল