বিনোদন ডেস্ক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন সময়ে বহু গান হয়েছে। সেসব গানে উঠে এসেছে বঙ্গবন্ধুর বন্দনা, তার বীরত্ব আর নেতৃত্বের গল্প। মুজিব শতবর্ষ উপলক্ষে এবার মহান এই নেতাকে নিয়ে গান করলেন সংগীতশিল্পী ঈশা রুবেল।
গানটির শিরোনাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিব’। এটি রচনা করেছেন মো. ইলিয়াছ কাঞ্চন মুন্না চিশতী। তিনি ঢাকা বৃহত্তর ক্যান্টনমেন্ট থানা শেখ রাসেল পরিষদের সাবেক সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকেই গানটি লিখেছেন তিনি। পাশাপাশি সুরও করেছেন। সংগীতায়োজন করেছেন সেওবি।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ইউ লেবেল মিউজিকের ব্যানারে গানটি প্রকাশিত হয়েছে। নতুন এই গান নিয়ে মো. ইলিয়াছ কাঞ্চন মুন্না চিশতী বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের আদর্শ। তার বীরত্ব আর নেতৃত্বে আমরা স্বাধীন দেশ পেয়েছি। রাজনৈতিক জীবনে যেমন তার চেতনা ধারণ করি, ব্যক্তি জীবনেও মহান এই নেতা আমাদের অনুপ্রেরণার উৎস। তাকে নিয়ে গান লিখতে পেরেছি, এটা আমার জন্য সৌভাগ্যের। আশা করি মানুষ গানটি ভালোবেসে গ্রহণ করবেন’।