নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, স্বাধিকার থেকে স্বাধীনতা সবকিছুই বাংলাদেশ ছাত্রলীগের অর্জন। বঙ্গবন্ধুর নীতি-আদর্শ নিয়ে গড়ে তুলতে হবে ছাত্রলীগকে। এ ছাড়া ছাত্রলীগকে বেশি বেশি পড়ালেখা করতে হবে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে কোম্পানীগঞ্জের বঙ্গবন্ধু ম্যুরালের সামনে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শোভাযাত্রা শেষে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সূচনা করা হয়েছিল।
মেয়র আবদুল কাদের মির্জা আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষা, শান্তি প্রগতির ধারক ও বাহক। দেশের সব আন্দোলন সংগ্রামে ছাত্রলীগ বিরাট অবদান রেখেছে। জাতির পিতা ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধ বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেছেন। তাই ভবিষ্যতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে।
এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আরিফুর রহমান বলেন, যত দিন পদ্মা-মেঘনা বহমান থাকবে, তত দিন এই দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ ছাত্রলীগ থাকবে। আমরা কোনো কিছু পাওয়ার আশায় ছাত্রলীগ করি না। আমরা চাই সেবক হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সজল বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ সব সময় ঐক্যবদ্ধ। আমাদের ঐক্যবদ্ধতার কারণে উৎসবমুখর পরিবেশে ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভার আয়োজন করতে পেরেছি। আমরা ভবিষ্যতেও ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে চাই।
এ সময় কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মো. ইউনুস, জেলা ছাত্রলীগের সহসভাপতি তাশিক মির্জা কাদের, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগ, পৌরসভা ছাত্রলীগের নেতারা উপস্তিত ছিলেন।
বিএসডি/ এলএল