বিনোদন ডেস্ক:
গত বছর থেকে ব্যাপক আয়োজনে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে পূর্ণদৈর্ঘ্য সিনেমা। ‘বঙ্গবন্ধু’ নামে এ বায়োপিকটি নির্মাণ করছেন ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল। বর্তমানে এটির শুটিং চলছে বাংলাদেশের বিভিন্ন লোকেশনে। এ সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের জন্য সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। তিনি এতে আবদুর রব সেরনিয়াবাতের চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন।
আগামী ৬ ডিসেম্বর থেকে শুটিং ইউনিটের সঙ্গে যুক্ত হবেন তিনি। এতে অভিনয় প্রসঙ্গে আজিজুল হাকিম বলেন, ‘বঙ্গবন্ধুকে একটি আন্তর্জাতিক মানের সিনেমায় অভিনয়ের সুযোগ পেয়ে সম্মানিত বোধ করছি। এতে অভিনয়ের জন্য গত বছর অডিশন দিয়েছিলাম। অভিনয়ের বিষয়টি চূড়ান্তও হয়েছিল অনেক আগেই। কিন্তু ইচ্ছা করেই খবরটি কাউকে বলিনি। এখন যেহেতু শুটিংয়ের তারিখ সন্নিকটে তাই প্রকাশ করলাম। ঐতিহাসিক এ সিনেমায় অভিনয় করার জন্য আমিও অনেক আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি। আশা করছি সেরা পারফরম্যান্সটাই দেখাতে পারব।’ এদিকে সিনেমার শুটিংয়ের আগে আরেকটি গুরুত্বপূর্ণ কাজে যুক্ত হবেন আজিজুল হাকিম। বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনায় মাসুম রেজার রচনা ও নির্দেশনায় মঞ্চস্থ হবে ‘জনকের অনন্তযাত্রা’ নামের একটি মঞ্চ নাটক। আগামী ৩ ও ৪ ডিসেম্বর রাজধানীর মঞ্চে নাটকটি মঞ্চস্থ হবে। এতেও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন এ অভিনেতা। এসব কাজের পাশাপাশি কিছুদিন আগে এসএ হক অলিকের পরিচালনায় ‘গলুই’ নামের একটি সরকারি অনুদানের সিনেমার কাজ শেষ করেছেন তিনি।