ডেস্ক রিপোর্ট
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অগাধ বিশ্বাস ছিল এ দেশের মানুষ তাকে হত্যা করবে না। স্বাধীনতার পরাজিত শক্তিরা পরিকল্পিতভাবে বঙ্গবন্ধু ও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করে তার বিশ্বাসকে ভূলুণ্ঠিত করেছে।
রোববার জাতীয় শোক দিবস উপলক্ষে শিল্প মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
শিল্পমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী এই অপশক্তি বাঙালির ইতিহাসের চাকাকে ঘুরাতে চেয়েছিলো; কিন্তু পারেনি।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু তার স্বল্পকালীন জীবনে যা দিয়ে গেছেন, তা পূর্ণাঙ্গ একটি রাজনৈতিক দর্শন, আমাদের নতুন করে আর কিছু প্রয়োজন হবে না।
রাজধানীর মতিঝিলে শিল্প-ভবনের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাষ্ট্রায়ত্ত কর্পোরেশন) শিবনাথ রায়, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. মফিজুর রহমান এবং বাংলাদেশ চিনি ও খাদ্য কর্পোরেশনের চেয়ারম্যান মো. আরিফুর রহমান অপু বক্তৃতা করেন। শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং এর অধীন বিভিন্ন দফতর ও সংস্থার প্রধানরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিএসডি/এমএম