নিজস্ব প্রতিবেদক
আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের এমপি মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করা। আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য মাঠে নেমেছি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছি। অচিরেই বিশ্ব দরবারে বাংলাদেশ সোনার বাংলা হিসেবে পরিচিতি পাবে।
জাতীয় শোক দিবস উপলক্ষে রোববার রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়ায় মান্নান হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে ঢাকা জেলা প্রশাসন আয়োজিত করোনায় ক্ষতিগ্রস্ত ও কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে মাসব্যাপী খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিক্সন বলেন, আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে যুবলীগ এরই মধ্যে মানবিক যুবলীগ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। করোনাকালীন অসহায় মানুষের পাশে রয়েছে যুবলীগ। জেলা প্রশাসনের উদ্যোগে শোকের মাসে মাসব্যাপী গরিব-দুঃখী মানুষের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এটা খুবই ভাল উদ্যোগ।
জেলা প্রশাসনকে আন্তরিকভাবে জানিয়ে নিক্সন চৌধুরী বলেন, আমরা জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তারা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশে যদি গরিব-দুঃখী মানুষের পাশে থাকি, তাহলে আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারবো। বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে গরিব-দুঃখী মানুষের পাশে থেকে আমরা কাজ করবো।
অনুষ্ঠানে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের পক্ষ থেকে মাসব্যাপী খাদ্য বিতরণ কর্মকাণ্ডে ৫০ হাজার টাকা দিয়ে সহযোগিতা করেন নিক্সন চৌধুরী।
ঢাকার ডিসি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যেদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুল ইসলাম মনু, কেন্দ্রীয় যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আরিফ-উল-ইসলাম জোয়ার্দার, ঢাকা দক্ষিণ যুবলীগ নেতা আহাদ হোসেন সোহাগ, ডিএমপির ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহা ইফতেখার আহমেদ, ডিবিসি নিউজের হেড অফ ব্রডকাস্ট মো. হাবিদুল্লাহ মুকুল, ঢাকা পূর্বাঞ্চল প্রেস ক্লাবের সভাপতি মো. সারোয়ার আরিফ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান কামরুল প্রমুখ।
বিএসডি/এমএম