সাভার প্রতিনিধি:
‘বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বাংলার গ্রাম থেকে উঠে এসেছিলেন এই মহান নেতা। মা আদর করে নাম দিলেন খোকা। টুঙ্গিপাড়ার ধুলো-মাটি মেখে বেড়ে ওঠা সেই ছোট্ট খোকা আড়াই হাজার বছরের ইতিহাসে প্রথমবারের মতো বাঙালি জাতিকে উপহার দিলেন স্বাধীন ভূখণ্ড।’ আজ বুধবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এ মন্তব্য করেন।
এসময় প্রতিমন্ত্রী জানান, সোহরাওয়ার্দী উদ্যানে ৭ জুন ১৯৭২ সাথে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘আমার দেশ স্বাধীন হয়েছে। আমার পতাকা আজ দুনিয়ার আকাশে ওড়ে। আজ আমি বলতে পারি বাঙালি একটি জাতি। আজ আমি বলতে পারি বাংলার মাটি আমার মাটি।’ ১৮ মার্চ ১৯৭৩ সালে সোহরাওয়ার্দী উদ্যানে দেওয়া অপর এক ভাষণে বঙ্গবন্ধু বলেছিলেন, “স্বাধীনতার স্বপ্ন দেখেছিলাম; আজ স্বাধীনতা পেয়েছি। সোনার বাংলার স্বপ্ন দেখেছি; সোনার বাংলা দেখে আমি মরতে চাই।”
তিনি আরও জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন আমাদের দেখিয়েছিলেন। সেই স্বপ্ন আজ বাস্তবায়িত হয়েছে। তাঁরই কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। খাদ্য ঘাটতির দেশকে খাদ্য উদ্বৃত্ত দেশে পরিণত করার মাধ্যমে বাংলাদেশ এখন দ্রুত উন্নয়নশীল প্রথম ৫টি দেশের মধ্যে একটি। দারিদ্র্য আর দুর্যোগের বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের কাতারে। বাংলাদেশ ছিল একসময় অবহেলিত, দারিদ্রপীড়িত। যে বাংলাদেশকে নিয়ে পশ্চিমা-বিশ্ব উপহাস করে ‘তলাবিহীন ঝুড়ি’ বলত। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দূরদর্শী, সুদক্ষ, সৃজনশীল ও সাহসী নেতৃত্বের ফলেই বাংলাদেশ আজ বিশ্বের ইতিহাসে উন্নয়নের রোল মডেল ও সম্ভাবনার অপার বিস্ময়কর। একটি উদীয়মান অর্থনীতির দেশ হয়েছে বলে জানান তিনি।
বিএসডি/ এলএল