বর্তমান সময় ডেস্কঃ
একদিন বিরতি দিয়ে বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা তৃতীয় দফার অবরোধ চলছে। প্রথম দিনে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কসহ অন্যান্য রুটে যান চলাচল তুলনামূলক হারে বেড়েছে। পণ্যবাহী পরিবহনের পাশাপাশি চলছে গণপরিবহন। কিছু কিছু দূরপাল্লার যানও চলাচল করছে। এদিকে এ মহাসড়কে পুলিশের পাশাপাশি বিজিবি টহল জোরদার করা হয়েছে। পুলিশ ও বিজিবির পাহারায় চলছে এসব পরিবহন।
বুধবার (৭ নভেম্বর) সকাল থেকেই পণ্যবাহী পরিবহন চলাচল করতে দেখা যায়। সকাল ১১টার পর থেকে যাত্রীবাহী বেশ কিছু পরিবহন হাটিকুমরুল গোলচত্বর ও কড্ডার মোড় থেকে ঢাকার দিকে ছেড়ে যাচ্ছে।
এদিকে অবরোধের কোন প্রভাব পড়েনি জেলা ও উপজেলা শহরগুলোতে। চলাচল করছে সিএনজি অটোরিকশা, ইজিবাইক, ট্রাক, পিকআপসহ আঞ্চলিক বাস। সরকারি-বেসরকারি অফিস আদালত ও দোকানপাট খোলা রয়েছে। লোক সমাগমও স্বাভাবিক রয়েছে। অবরোধ সমর্থনে বিএনপি নেতাকর্মীদের মাঠে না পাওয়া গেলেও অবরোধ বিরোধী অবস্থানে রয়েছে আওয়ামী লীগ।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, সকাল থেকেই বাড়ছে যান চলাচল। পণ্যবাহী ট্রাক-পিকআপ, কাভার্ড ভ্যান, মাইক্রোবাস, প্রাইভেটকার ছাড়াও যাত্রীবাহী বাসও কিছু কিছু চলছে। মহাসড়ক জুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
সিরাজগঞ্জের দায়িত্বে থাকা বিজিবির সহকারী পরিচালক মো. শাহ আলম বলেন, বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক থেকে শুরু করে জেলার চারটি মহাসড়কে তিন প্লাটুন বিজিবি সদস্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। যানবাহন স্কোয়াড দিয়ে পারাপার করা হচ্ছে।
বিএসডি/আরপি