নিজস্ব প্রতিনিধি:
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নামে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামকরণের অনুমতি দিয়েছে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’।
বৃহস্পতিবার ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান স্বাক্ষরিত একপত্রে অনুমতির বিষয়টি জানানো হয় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরীকে।
জানা যায়, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব গত ১৬ সেপ্টেম্বর জাতীয় সংসদে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়’ নামকরণের প্রস্তাব করেন। এরপর বঙ্গমাতার নামে নামকরণ করতে আধাসরকারিপত্র (ডিও) দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি। এরপর গত ২৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সিন্ডিকেট সভায় উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী বঙ্গমাতার নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণের প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে পাশ হয়। এরপর নামকরণের অনুমতির জন্য গত ২৮ নভেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব বরাবর আবেদন করেন উপাচার্য অধ্যাপক ডা. মোর্শেদ আহমদ চৌধুরী। এর প্রেক্ষিতে বৃহস্পতিবার ট্রাস্টের পক্ষ থেকে নামকরণের অনুমতি দেয়া হয়।
বিএসডি /আইপি