নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা জাতীয় মহিলা ফুটবল চাম্পিয়ানশীপের ফাইনালে নড়াইল জেলাকে ৯-০ গোলে হারিয়ে সাতক্ষীরা জেলা চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) যশোর শামসুল হুদা জেলা স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হয়। সাতক্ষীরা দলের পক্ষে সুমাইয়া ও প্রতিমা হ্যাট্রিক গোল করেন। এছাড়া সাথী ২টি ও রাফেজা ১টি করে গোল করেন। দলের অধীনায়ক হিসেবে ছিলেন জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় রওশন আরা।
সাতক্ষীরা জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দলের কোচ খন্দকার আরিফ হাসান প্রিন্স ও টিম ম্যানেজার ফারহা দিবা খান সাথী, সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর ও খেলোয়াড়দের হাতে ফুটবল ফেডারেশনের কর্মকর্তাগণ চাম্পিয়ান ট্রফি তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা মহিলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মমতাজ খাতুন মিরা, ফুটবল রেফরি- আসাদুর রহমান, লিয়াকত হোসেন, রাগবি কোচ -আল ইমরান, আদনান আহম্মেদ প্রত্যাশা ও যশোর জেলা ক্রীড়া সংস্থা, ডিএফএ এর কর্মকর্তাবৃন্দ।
বিএসডি/ এসএ