নিজস্ব প্রতিবেদক:
গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে বড় পতন হয়েছে দেশের পুঁজিবাজারে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ১ শতাংশীয় পয়েন্ট হারিয়েছে। পাশাপাশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমার কারণে এক্সচেঞ্জটির লেনদেন কমে বছরের সর্বনিম্ন অবস্থানে দাঁড়িয়েছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল সূচক ও লেনদেন কমেছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, গতকাল লেনদেনের শুরুতেই শেয়ারদর কমার ক্ষেত্রে ২ শতাংশ সার্কিট ব্রেকার পরিবর্তন হতে যাচ্ছে এমন সংবাদে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে শেয়ার বিক্রির চাপ ক্রমেই বাড়তে থাকে।
ফলে দিনশেষে দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। যদিও শেষ পর্যন্ত নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে গতকাল সার্কিট ব্রেকার পরিবর্তন-সংক্রান্ত কোনো নির্দেশনা আসেনি।
বাজার পরিস্থিতি নিয়ে জানতে চাইলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, কমিশন বর্তমান বাজার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এরই মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। ২৬টি বীমা কোম্পানি তহবিলের ২০ শতাংশ যাতে পুঁজিবাজারে বিনিয়োগ করা হয় সেটি নিশ্চিত করতে পদক্ষেপ নেয়া হচ্ছে। এছাড়া ডিলারদের বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি মার্চেন্ট ব্যাংকগুলো যাতে দীর্ঘমেয়াদে পুঁজিবাজারে বিনিয়োগ করে সে উদ্যোগও নেয়া হচ্ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল লেনদেন শুরুর পর থেকেই বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে থাকে সূচক।মাঝে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সূচকের পতনের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে। গতকাল দিনশেষে ৬৭ পয়েন্ট ৬ হাজার ৬৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ৭৬৬ পয়েন্টে। গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি অবদান ছিল আইএফআইসি ব্যাংক, বিএটিবিসি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, রেনাটা ও লাফার্জহোলসিম বাংলাদেশের শেয়ারের।
ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ২৩ পয়েন্ট কমে ২ হাজার ৪৩৫ পয়েন্ট দাঁড়িয়েছে। আগের দিন শেষে যা ছিল ২ হাজার ৪৫৮ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৪৪১ পয়েন্টে অবস্থান করছে। আগের দিন শেষে যা ছিল ১ হাজার ৪৫৪ পয়েন্টে।
ডিএসইতে গতকাল ৬১৬ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, যা এ বছরের মধ্যে সর্বনিম্ন। আগের কার্যদিবসে লেনদেন ছিল ৮৩৫ কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৯টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে মাত্র ২৩টির, কমেছে ৩৩৯টির আর অপরিবর্তিত ছিল ১৭টি সিকিউরিটিজের বাজারদর।
সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স গতকাল ৯৯ পয়েন্ট কমে ১১ হাজার ৭৯১ পয়েন্টে অবস্থান করছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১১ হাজার ৮৯১ পয়েন্টে। গতকাল সিএসইতে মোট ১৭ কোটি ৬০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২৩ কোটি ২০ লাখ টাকা।
বিএসডি/ এমআর