বিনোদন ডেস্ক:
আমাদের মধ্যকার একাধিক কথোপকথনের পর আমরা ছবির নাম “সম্রাট পৃথ্বীরাজ” রাখা স্থির করলাম। আমাদের আশা, এরপর আর এই ছবি নিয়ে আপনাদের কোনো অভিযোগ থাকবে না। কারণ, আপনাদের সঙ্গে হওয়া আলোচনায় আমরা সবটাই মিটিয়ে নিয়েছি।’ চিঠিতে যশরাজ ফিল্মসের পক্ষে করণি সেনাকে ধন্যবাদ জানানো হয় এই বলে যে তাঁরা এই ছবি বানানোর পেছনের মহৎ উদ্দেশ্য বুঝতে পেরেছেন। সঙ্গে লেখা হয়, ছবি মুক্তিতে করনিদের পাশে পাওয়ার জন্য সিনেমার টিম ‘কৃতজ্ঞ’। কিন্তু অবাক করার বিষয় এই যে চিঠি পাঠানোর পরও নির্মাতাদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
অক্ষয় কুমারকে ‘পৃথ্বীরাজ’ ছবিতে নামভূমিকায় দেখা যাবে। তাঁর সঙ্গে জুটি বেঁধে বিটাউনে পা রাখতে চলেছেন সাবেক বিশ্বসুন্দরী মানুষি ছিল্লার। এ ছাড়া এই ছবিতে আছেন সঞ্জয় দত্ত, সোনু সুদ, আশুতোষ রাণাসহ আরও অনেকে। ছবিটি মুক্তি পাবে আগামী ৩ জুন।
করনি সেনা রাজস্থানের সাম্প্রদায়িক সংগঠন। ভারতের বিভিন্ন সাম্প্রদায়িক বিষয়ে নিজেদের মতামত রাখে এই সংগঠন।
বিএসডি/ এমআর