আইআইইউসি প্রতিনিধি
১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস এর ৫০ বছর পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নদভী এমপি এবং সভাপতি হসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ড. আনোয়ারুল আজিম আরিফ । অনুষ্ঠান শুরু হয় সকাল ৮.০০ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনা এবং সিকিউরিটি গার্ড দলের স্যালুট প্রদান এর মাধ্যমে।
এরপর ধারাবাহিকভাবে শহীদ মিনারে প্রধান অতিথি এবং সভাপতি পূষ্পপ্রদান,সুবর্ণ জয়ন্তীর বিজয় শোভাযাত্রা এবং বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।রোভার স্কাউটের কুচকাওয়াজ ও সালাম গ্রহন শেষে ছাত্রীদের জন্য অংকন শিল্পকর্ম প্রতিযোগিতা এবং ছাত্রদের জন্য হা – ডু – ডু খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর বিওটি চেয়ারম্যান বনাম ভাইস চ্যান্সেলর একাদশের শিক্ষকদের মধ্যে প্রীতি ফুটবল অনুষ্ঠিত হয়।
বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যাপক ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি মাননীয় চেয়ারম্যান বোর্ড অব ট্রাস্টিজ আইআইইউসি ও সভাপতির বক্তব্য দেন উপাচার্য ড. আনোয়ারুল আজিম আরিফ ।
বেলা ১২.২০ মিনিটে আইয়াইইউসি তে অধ্যয়নরত শিক্ষার্থীদের মুক্তিযোদ্ধা পিতাদের এবং মুক্তিযোদ্ধা হিসেবে মাননীয় উপাচার্য ড. আনোয়ারুল আজিম৷ আরিফ কে সম্মাননা প্রদান করা হয়। প্রদান অতিথি এবং সভাপতি কর্তৃক বিভিন্ন ইভেন্টেস এর পুরস্কার বিতরণ করা হয় এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এসএ