চবি প্রতিনিধি,
আজ থেকে সারা দেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সবধরনের গণপরিবহন বন্ধ থাকবে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চলমান বিভিন্ন বিভাগ ও বর্ষের পরীক্ষার্থীদের চট্টগ্রাম শহর থেকে ক্যাম্পাসে যাতায়াতের ভোগান্তি লাঘবে বিশেষ পরিবহন সুবিধা পাবে।
৩০ জুন পর্যন্ত পূর্বঘোষিত পরীক্ষাসমূহে পরীক্ষার্থীদের অংশগ্রহণের সুবিধার্থে চারটি বাস চট্টগ্রাম শহরের বিভিন্ন পয়েন্ট থেকে ক্যাম্পাসের উদ্দেশে সকাল ৮টায় এবং পরীক্ষা শেষে ক্যাম্পাস হতে বিকেল ৪টায় শহরের উদ্দেশে ছেড়ে যাবে।
রোববার (২৭ জুন) রেজিস্ট্রার দপ্তর থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একটি বাস এ কে খান মোড় থেকে ছেড়ে জিইসি-ষোলশহর ২নং গেট হয়ে ক্যাম্পাসে আসবে। আরেকটি বাস বড়পুল থেকে ছেড়ে আগ্রাবাদ-টাইগারপাস-ষোলশহর ২নং গেইট হয়ে ক্যাম্পাসে আসবে।
এছাড়া একটি নিউমার্কেট থেকে ছেড়ে কতোয়ালী-বৌদ্ধমন্দির-জেএমসেন হল-গণিবেকারী-চকবাজার-পাঁচলাইশ-প্রবর্তক মোড়-২নং গেইট-মুরাদপুর হয়ে ক্যাম্পাসে আসবে এবং আরও একটি রাহাত্তারপুল থেকে ছেড়ে বহদ্দারহাট-মুরাদপুর হয়ে ক্যাম্পাসে আসবে।
বিএসডি/চবি/এমএম