কাব্য সাহা:
দীর্ঘ প্রতীক্ষার পর শিক্ষার্থীরা স্কুলে যাবার আনন্দে ভাসলেও সাম্প্রতিক বন্যায় স্কুলে যাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছে দেশের বিভিন্ন এলাকায় ডুবে যাওয়া শিক্ষা প্রতিস্থানগুলোর শিক্ষার্থীরা।
যদিও শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যেসব স্কুল বন্যার পানিতে ডুবে গেছে সেসব স্কুল ১২ সেপ্টেম্বর খোলার বাধ্যবাধকতা নেই। তবে সেক্ষেত্রেও শিক্ষার্থী ও অভিভাবকরা উদ্বিগ্ন, কবে খুলবে স্কুল সেবিষয়ে।
বন্যার কারণে ১২ সেপ্টেম্বর খোলার ব্যাপারে অনিশ্চিতায় রয়েছে রাজবাড়ীর ২৪টি শিক্ষা প্রতিষ্ঠান। মানিকগঞ্জে ৬৫৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১২৪টি বিদ্যালয় বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২৫টি বিদ্যালয়ের শ্রেণীকক্ষে পানি উঠে পড়ায় সেগুলো আপাতত প্রস্তুত করা সম্ভব হচ্ছে না। আর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকপর্যায়ে ২৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের মেধ্যে চরাঞ্চলে দুইটি শিক্ষা প্রতিষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কিছু বিদ্যালয়ের চারদিকে পানি জমে থাকায় শিক্ষার্থীরা আসা-যাওয়ায় বিপাকে পড়তে পারে।
এছাড়াও টাঙ্গাইলেও ১৬২৪টি প্রাইমারি স্কুলের মধ্যে ৩৬৬টির আঙিনায় পানি জমে আছে। এবিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আলী আহসান বলেন, ইতিমধ্যে পানি কমতে শুরু করেছে। এ ধারা অব্যাহত থাকলে আমরা দ্রুতই শিক্ষার্থীদের ক্লাসে নিয়ে আসতে পারবো।
বিএসডি/কেএস/এমএম