নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালের উজিরপুর উপজেলা থেকে র্যাবের অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। তার কাছ থেকে সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বৃহষ্পতিবার (০৬ জানুয়ারী) বিকেলে র্যাব তাকে আটক করে। শুক্রবার (০৭ জানুয়ারী) র্যাব-৮ এর বরিশাল প্রধান কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল ৬ জানুয়ারি বিকেলে উজিরপুর থানা এলাকার ইচলাদী টোল প্লাজার সামনে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ ফারুক হোসেন ওরফে সুমন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করে র্যাব।
আটক সুমন পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বাইশকুড়া গ্রামের মোঃ আব্দুল হালিম খান এর ছেলে।তার বিরুদ্ধে র্যাব-৮ এর সিপিএসসির ডিএডি মোঃ এম আব্দুল্লাহ বাদী হয়ে উজিরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
বিএসডি/এসএ