বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বিষয় বণ্টন তালিকা প্রকাশ করা হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
জানা যায়, ২০২০-২১ শিক্ষাবর্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মোট আবেদন করেন ৩৫,৭৯২ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৪৪০ আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৫ হাজার ৭৯২ জন ভর্তিচ্ছু।
প্রকাশিত প্রথম তালিকা থেকে ভর্তি চলবে আগামী ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর ২০২১ পর্যন্ত। ক্লাস শুরু হবে আগামী ২৩ জানুয়ারি।
এছাড়া ভর্তি পরীক্ষার ফল ও ভর্তি সংক্রান্ত সকল তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://bu.ac.bd/) পাওয়া যাবে।
বিএসডি / এলএল