আন্তর্জাতিক ডেস্ক
সরকারি আদেশ অমান্য করে নববর্ষ উদযাপনের জন্য বাড়ির বাইরে বের হওয়া, সঙ্গে মাদক রাখা ও অন্যান্য অপরাধে যুক্ততার অভিযোগে মালয়েশিয়ায় বর্ষবরণের রাতে ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার জাতীয় দৈনিক দ্য স্টার। গ্রেফতার সবাই মালয়েশিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ পেরাকের।
পেরাক পুলিশের মুখপাত্র কমান্ডার দাতুক মিয়র ফরিদালাথ্রাশ ওয়াহিদ দ্য স্টারকে জানান, শুক্রবার রাত ১২ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত- মোট ৪ ঘণ্টায় গ্রেফতার করা হয় এই ২৩ জনকে।
তিনি বলেন, ‘এই ২৩ জনের মধ্যে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে সরকারি আদেশ অমান্য করে বাড়ির বাইরে বের হওয়া ও সঙ্গে মাদক রাখার অভিযোগে। বাকি আটজনকে অন্যান্য অপরাধে যুক্ততার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।’
উল্লেখ্য, করোনার নতুন রূপান্তরিত ধরন ওমিক্রনের বিস্তার ও দেশটির কয়েকটি রাজ্যে সম্প্রতি ভয়াবহ বন্যা দেখা দেওয়ায় ২০২২ সালের বর্ষবরণ উদযাপন বাতিল করেছিল মালয়েশিয়ার সরকার। তার পরিবর্তে করোনায় আক্রান্ত ও বন্যাদুর্গতদের জন্য শুক্রবার প্রার্থনা করা হবে বলে জানানো হয়েছিল সরকারি আদেশে।
শুক্রবার এক ফেসবুক পোস্টে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকোব বলেন, ‘আমি মালয়েশিয়া পরিবারকে আজ রাতে পুত্রজায়ার পুত্রা মসজিদে জামায়াতে মাগরিবের নামাজ, সালাত হাজত এবং দোয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। যারা উপস্থিত হতে পারবেন না তারা রেডিও, টেলিভিশন মালয়েশিয়া এবং টিভি আল-হিজরাহ দ্বারা সরাসরি সম্প্রচার অনুসরণ করতে পারেন।’
ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘মালয়েশিয়ান পরিবারের অমুসলিম সদস্যরাও তাদের নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা করতে পারবেন।’
বিএসডি/ এসএ