আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশি এক নারী যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ঢাকাগামী ফ্লাই দুবাইয়ের একটি বিমান পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। গতকাল শুক্রবার (১১ এপ্রিল) মাঝরাতে বিমান মাঝ আকাশে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন বাংলাদেশি পাসপোর্টধারী ওই নারী। এরপর জরুরিভাবে ঢাকার আগে এটি করাচিতে অবতরণ করে।
এরপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বাংলাদেশি নারীকে নামানোর পর ফ্লাই দুবাইয়ের বোয়িং ৭৩৭ বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে করে ওই বিমানের ১৫০ জনেরও বেশি যাত্রী করাচিতে আটকা পড়েন। দীর্ঘ ১০ ঘণ্টা অবস্থানের পর তারা আবারও ঢাকার দিকে রওনা দেন।
পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের (পিএএ) এক মুখপাত্র জানিয়েছেন, ফ্লাই দুবাইয়ের ফ্লাইট এফজেড ৫০১ ফ্লাইটটি দুবাই থেকে ঢাকার দিকে আসছিল। কিন্তু বাংলাদেশি নারীর জন্য এটি রাত ৩টা ২০ মিনিটের সময় করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরিভাবে অবতরণ করে।
মুখপাত্র বলেন, “পিএএ এর একজন স্বাস্থ্য কর্মকর্তা কয়েক মিনিটের মধ্যে বিমানটিতে যান এবং আক্রান্ত যাত্রীকে সহায়তা করেন। মিস বেগম নামে ওই যাত্রী বাংলাদেশের পাসপোর্টধারী। তাকে পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য আগা খান বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”
তিনি জানান এরপর ভোর ৫টা ১৫ মিনিটের দিকে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে কর্তৃপক্ষ ১৫৯ যাত্রীকে বিমানবন্দরের ট্রানজিট লাউঞ্জে নিয়ে যায়।
এরপর দুবাই থেকে একটি রিপ্লেসমেন্ট ককপিট ক্রু ও টেকনিক্যাল দল বিমানটির ত্রুটি সারানোর জন্য আসে। উড়ার জন্য সবুজ সংকেত পাওয়ার পর করাচি সময় ১টা ২১ মিনিটে বিমানটি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
সূত্র: দ্য ডন