আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক আরোপের কয়েক ঘণ্টার ব্যবধানে ভারতীয় টেক্সটাইল প্রতিষ্ঠানগুলোর শেয়ারের মূল্য বেড়েছে।
যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশি পণ্যের দাম বেড়ে যাবে, এতে করে ভারত টেক্সটাইল খাতে আরও বেশি অর্ডার পাবে এমন প্রত্যাশায় এ খাতের শেয়ারের দাম বেড়েছে।
বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ পোশাক রপ্তানিকারক দেশ। যার বড় একটি অংশ যুক্তরাষ্ট্রে যায়। এরমধ্যেই বাংলাদেশি সব পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করে দেশটি। গতকাল রাতে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের কাছে এ সংক্রান্ত একটি চিঠি লেখেন ট্রাম্প।
সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল এক্সপ্রেস মঙ্গলবার (৮ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে, অলোক ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম বেড়েছে ১৫ শতাংশ। গোকলদাস এক্সপোর্টের শেয়ার ৮ দশমিক ২ শতাংশ, শিয়ারাম সিল্ক মিলসের শেয়ার ৫ শতাংশ আর বর্ধমান টেক্সটাইলের শেয়ারের দাম ৪ দশমিক ৩ শতাংশ বেড়েছে। এছাড়া সনাতন টেক্সটাইল, ট্রাইডেন্ট, কেপিআর মিল, ওয়েলসপুন লিভিং, মন্তে কার্লো ফ্যাশন, ডলার ইন্ডাস্ট্রিজ এবং অন্যান্য কোম্পানির শেয়ারও বেড়েছে।
এদিকে বাংলাদেশের ওপর আরোপকৃত এ শুল্ক কমানোর সুযোগও রেখেছে যুক্তরাষ্ট্র। তবে এক্ষেত্রে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পণ্য প্রবেশ সহজ করার শর্ত দিয়েছে দেশটি। যা নিয়ে ইতিমধ্যে মার্কিন সরকারের সঙ্গে ঢাকার আলোচনা চলছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র যদি চুক্তিতে পৌঁছাতে না পারে তাহলে ১ আগস্ট থেকে এ শুল্ক কার্যকর হবে।
সূত্র: ফিন্যান্সিয়াল এক্সপ্রেস