খেলাধূলা প্রতিবেদক:
পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোতে হঠাতই ভেসে ওঠে খবরটি। কিন্তু দিন শেষে তা ভিত্তিহীন বলেই প্রমাণিত হয়। সত্যতা প্রমাণের জন্য এগিয়ে আসেন রশিদ খান নিজেই। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল খেলতে পাকিস্তান নয়, বরং দেশের দায়িত্ব পালনে বাংলাদেশেই থাকছেন এই আফগান লেগ স্পিনার।
পিএসএল ফাইনালে আজ (২৭ ফেব্রুয়ারি) মুখোমুখি হচ্ছে লাহোর কালান্দার্স ও মুলতান সুলতান। লাহোরের চলতি আসরে ৯ ম্যাচে ১৩ উইকেট নেন রশিদ। জাতীয় দলের হয়ে বাংলাদেশ সফরে থাকায় পুরো আসর খেলতে পারেননি। কিন্তু গতকাল শনিবার পাকিস্তানি গণমাধ্যম জানায়, লাহোরের হয়ে ফাইনাল খেলবেন এই লেগ স্পিনার। পাশাপাশি এও জানায়, ফাইনালের পরদিন বাংলাদেশে এসে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবেন তিনি।
কয়েক ঘণ্টা পরেই সেই গুজব উড়িয়ে দেন রশিদ। তিনি বলেন, ‘লাহোর কালান্দার্সের হয়ে পিএসএল ফাইনালে খেলতে পারলে অসাধারণ হতো। কিন্তু আমি তা পারছি না। আমার কাছে সব সময় জাতীয় দল আগে প্রাধান্য পায়। আমি আমার অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ও দলকে শুভকামনা জানাচ্ছি। ইনশাল্লাহ।’
বিএসডি/ এফএস