খেলাধূলা প্রতিনিধি:
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ হয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকা সফরের আগেই তাকে পাওয়া যাবে। অস্ট্রেলিয়া টি ২০ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন তিনি। তার আগে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ ছিলেন ওটিস গিবসন।
ডোনাল্ডের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস। তিনি বলেন, ‘ডোনাল্ডকে (অ্যালান) আমরা নতুন বোলিং কোচ হিসাবে নিয়োগ দিয়েছি। দক্ষিণ আফ্রিকা সফর থেকে তিনি আমাদের সঙ্গে কাজ করবেন। টি ২০ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে আমাদের চুক্তি।’
অনেক রেকর্ডের সঙ্গে জড়িয়ে আছে ‘সাদা বিদ্যুৎ’ খ্যাত ডোনাল্ডের নাম। টেস্ট ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে চতুর্থ সর্বোচ্চ ৮০ উইকেট শিকারের রেকর্ড তার দখলে। ৯৬ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন। ডোনাল্ড টেস্টে চতুর্থ দ্রুততম আড়াইশ উইকেট নিয়েছেন। ১৯৯১ সালে প্রোটিয়াদের হয়ে যাত্রা শুরু হয় ডোনাল্ডের। কলকাতার ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয় তার। ১৯৯২ সালে টেস্ট ক্যাপ পান। দেশের হয়ে ৭২ টেস্ট ও ১৬৪ ওয়ানডে খেলেছেন তিনি। টেস্টে ৩৩০ ও ওয়ানডেতে ২৭২ উইকেট শিকার করেছেন ৫৫ বছর বয়সি এই সাবেক প্রোটিয়া ফাস্ট বোলার।
বিএসডি/ এমআর