ক্রীড়া ডেস্ক,
ম্যাচ শুরুর মাত্র একদিন আগে সোমবার নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক ম্যাথু ওয়েড।
অবশ্য সম্ভাব্য অধিনায়কের তালিকায় বেশ কয়েকজনের নাম উঠেছিল। শেষ পর্যন্ত সহ-অধিনায়কের ওপরই ভরসা রাখলো সফরকারীরা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে হাঁটুর চোটে পড়েন নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ফলে তিনি এই সিরিজে খেলছেন না। তার বদলি নতুন অধিনায়ক খুঁজতে হলো অজিদের।
নেতৃত্ব নিশ্চিত হওয়ার পর ৩৩ বছর বয়সী ওয়েড জানিয়ে দিয়েছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজে তার সম্ভাব্য ব্যাটিং অর্ডারও। তিনি বলেন, ‘আমার মনে হয়, আমি মিডল অর্ডারে ব্যাট করব। বিশ্বকাপের দিকে তাকিয়ে মিডল অর্ডারেই ব্যাট করব এবং সেখানে কয়েকটি ম্যাচ খেলব। এরপর বিশ্বকাপের জন্য যদি টপ অর্ডারে যেতে হয়, সেটি তো পারবই। এখানে ব্যাপারটি হলো মিডল অর্ডারে একটু সময় কাটানো ও অভ্যস্ত হওয়া।’
বাংলাদেশ সফরে যে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া, সেগুলো আগামী অক্টোবর-নভেম্বর মাসে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাদের শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
ওয়েড অবশ্য অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত অধিনায়কত্ব করেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি ভিক্টোরিয়া, তাসমানিয়াকে নেতৃত্ব দিয়েছেন। বিগ ব্যাশে অধিনায়কত্ব করেছেন হোবার্ট হারিকেনস ফ্র্যাঞ্চাইজির।
বিএসডি/আইপি