ক্রীড়া ডেস্ক,
জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য সময়টা মোটেও ভাল যাচ্ছে না। অর্থনৈতিক টালমাটাল অবস্থা তো ছিলই। তার সঙ্গে দীর্ঘদিন ধরে খারাপ পারফরম্যান্সে জর্জরিত অ্যান্ডি ফ্লাওয়ারের দেশ। আর এর মাঝেই তাদের জন্য এল আরো একটি খারাপ খবর। অবৈধ অ্যাকশনের জেরে আন্তর্জাতিক ক্রিকেটে বল করা থেকে সাসপেন্ড করা হয়েছে জিম্বাবুয়ের বোলার রয় কাইয়েকে।
গতমাসে হারারেতে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে হারে জিম্বাবুয়ে। সেই ম্যাচে ২৩ ওভার বল করেছিলেন রয় কাইয়া। তার সন্দেহজনক বোলিং আম্পায়ারদের নজরে আসে। অভিযোগ প্রমাণিত না হওয়া অবশ্য পর্যন্ত স্বাগতিক দলের এই স্পিনিং অলরাউন্ডারকে বোলিং চালিয়ে যাওয়ার অনুমতি দেয়া হয়।
এক বিশেষজ্ঞ প্যানেল কাইয়ার বোলিং অ্যাকশন পর্যালোচনা করেন। তারা রায় দেন যে, কাইয়ার ডেলিভারিগুলো অনুমোদিত ১৫ ডিগ্রি ছাড়িয়ে যায়। আইসিসির নিয়মানুযায়ী, ২৯ বছর বয়সী রয় কাইয়া তার অ্যাকশন পরিবর্তনের পর পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে পারবেন।
তবে কাইয়াকে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের সম্মতিতে ঘরোয়া ক্রিকেট খেলার অনুমতি দিয়েছে আইসিসি। বিবৃতিতে আইসিসি বলে, ‘আইসিসির ১১.১ ধারা অনুযায়ী রয় কাইয়ার বোলিং অ্যাকশনে নিষেধাজ্ঞা জারি করা হলো। সকল ক্রিকেট বোর্ড তার নিষেধাজ্ঞার স্বীকৃতি দেবে।’