ক্রীড়া প্রতিবেদক
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে জয়ে শুরু করেছিল স্বাগতিক বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হয়েছে দুই দল।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে পাহাড়সম রানের লক্ষ্য দিয়েছে প্রোটিয়া বাহিনী। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩৩২ রানের পুঁজি পেয়েছে সফরকারী দল।সিরিজ নিশ্চিত করতে বাংলাদেশকে করতে হবে ৩৩৩ রান।
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে দলকে ভালো সূচনা এনে দেন আফ্রিকার দুই ওপেনার। তবে এন্টানডোয়েস্কির ১১ রানে বিদায়ের পর ৩০ রানে বিদায় নেন মিকায়েল প্রিন্সও। এরপর এন্ডেল চার্লেস এবং কনোর বয়েড মিলে শতরানের জুটিতে দারুণ প্রতিরোধ গড়েন। মারুফ মৃধার বলে এন্ডেল ফিরলে ভাঙে ১৩৭ রানের জুটি। সাজঘরে ফেরার আগে ৬৩ বলে ৫৫ রান করেন এন্ডেল।
অন্য প্রান্তে তখনো স্বাচ্ছন্দ্যে ব্যাট করে যাচ্ছিলেন কনোর। সঙ্গী হিসেবে ছিলেন ডিয়ান ফরেস্ট। ব্যক্তিগত ৯১ রানে থাকা অবস্থায় কনোরকে ফিরিয়ে দেন মারুফ। তখন আফ্রিকার দলীয় স্কোর বোর্ডে রান ছিল ১৯৭। এরপরের গল্পটা কেবল ফরেস্টের। টাইগার বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান।
দ্রুত অর্ধ-শতক তুলে নেন। তখনো থামছিল না ফরেস্টের ব্যাটিং তান্ডব। ছুটছিলেন সেঞ্চুরির দিকে। তবে শেষ পর্যন্ত ৯৬ রানে থাকতে হয়েছে অপরাজিত। ৫০ ওভার শেষে আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেট হারিয়ে ৩৩২ রান। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট সংগ্রহ করেছেন মারুফ মৃধা, রিপন মন্ডল এবং মাহফুজুর রহমান রাব্বি।