স্পোর্টস ডেস্ক:
লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) এর দ্বিতীয় আসর মাঠে গড়াবে চলতি বছর। ৫ ডিসেম্বর শুরু হয়ে এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট শেষ হবে ২৩ ডিসেম্বর। এলপিএলের দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফটের জন্য ৬৯৯ জন আন্তর্জাতিক ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছেন। যেখানে এলপিএল খেলতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের ৮ জন ক্রিকেটার। তারা হলেন- মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস, মেহেদী হাসান, সোহাগ গাজী, শফিউল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও এবাদত হোসেন।
এবারের এলপিএলের জন্য ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে আগামী ৭ অক্টোবর পর্যন্ত চলেছে প্লেয়ার্স ড্রাফটের নিবন্ধন। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতিটি দল ৬ জন করে বিদেশি ক্রিকেটার স্কোয়াডে নিতে পারবেন। সেক্ষেত্রে ৫ দলে সুযোগ পাবেন সর্বসাকুল্য ৩০ জন ক্রিকেটার। যেখানে প্রতিটি দল প্রতি ম্যাচে ৪ জন বিদেশি খেলাতে পারবেন। টুর্নামেন্টের প্রতিটি দল ৬ বিদেশির পাশাপাশি স্থানীয় খেলয়াড় নিতে পারবে ১৪ জন।
এলপিএলের জন্য নিবন্ধনকৃত বিদেশি ক্রিকেটাররা হলেন-
বাংলাদেশ: মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, ইমরুল কায়েস, মেহেদী হাসান, সোহাগ গাজী, শফিউল ইসলাম, আফিফ হোসেন ধ্রুব ও এবাদত হোসেন।
পাকিস্তান: শহীদ আফ্রিদি, শোয়েব মালিক, মোহাম্মদ আমির, হাসান আলী, আনোয়ার আলীলি, মোহাম্মদ হাফিজ, ফখর জামান, মোহাম্মদ ইরফান, আহমেদ শেহজাদ, সোহেল তানভির, ইমাম উল হক, উমর আকমল, কামরান আকমল, সরফরাজ আহমেদ, জুনায়েদ খান, উসমান খান শিনওয়ারি, হারিস সোহেল ও ওয়াহাব রিয়াজ।
উইন্ডিজ: ক্রিস গেইল, ডোয়াইন স্মিথ, দীনেশ রামদিন, রস্টন চেজ, জনসন চার্লস, কেমার রোচ, শাই হোপ, কিরন পাওয়েল, রাকহিম কর্নওয়াল, ফিদেল এডওয়ার্ডস, শেলডন কটরেল, ফ্যাবিয়ান অ্যালেন, চ্যাডউইক ওয়ালটন, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, জেরোমি টেইলর, কার্লোস ব্র্যাথওয়েট, শিমরন হেটমেয়ার ও আলজারি জোসেফ।
ইংল্যান্ড: লরি ইভান্স, লুক রাইট, লিয়াম প্লাংকেট, ড্যান লরেন্স, সামিত প্যাটেল, স্টিভেন ফিন, ডেভিড মালান, আদিল রশিদ, স্যাম বিলিংস, ওলি রবিনসন ও রবি বোপারা।
দক্ষিণ আফ্রিকা: ফাফ ডু প্লেসিস, ইমরান তাহির, বিজর্ন ফরটুইন, রিচার্ড লেভি, ওয়াইন পারনেল, ডুয়ান অলিভিয়ার, র্যাসি ভ্যান ডার ডুসেন ও মরনে মরকেল।
ভারত: ইউসুফ পাঠান, ইরফান পাঠান ও বিনয় কুমার।
অস্ট্রেলিয়া: জেমস ফকনার ও ক্রিস লীন।
নিউজিল্যান্ড: মিচেল ম্যাকলেনাগান ও নেইল ব্রুম।
জিম্বাবুয়ে: সিকান্দার রাজা, ক্রেইগ আরভিন ও শন উইলিয়ামস।