খেলাধূলা প্রতিনিধি:
২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে। জুনের দ্বিতীয় সপ্তাহে বিশ্বকাপ ফুটবলের ট্রফি ঢাকায় আসার কথা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ট্রফি পরিভ্রমণের কমার্শিয়াল পার্টনার কোকাকোলা।
বাফুফেকে ফিফা নিশ্চিত করেছে বাংলাদেশে ট্রফি ভ্রমণের বিষয়টি। তবে বাফুফে ও কোকাকোলা কেউ এখনো এ প্রসঙ্গে আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি নয়। দুই-তিনদিনের মধ্যে দুই সংস্থা একটি যৌথ বিজ্ঞপ্তি অথবা সংবাদ সম্মেলনের মাধ্যমে ট্রফি আগমনের বিষয়টি জানাবে। জানা গেছে, ৮-৯ জুন ঢাকায় ট্রফি প্রদর্শনের জন্য থাকবে। নিরাপত্তা ইস্যু বিবেচনায় ট্রফি প্রদর্শনের স্থান শেষ মুহূর্তে ঘোষণা করবে বাফুফে ও কোকাকোলা।
কোকাকোলা বিশ্বকাপ ট্রফি পরিভ্রমণের পৃষ্ঠপোষক। প্রতি বিশ্বকাপের আগে ট্রফি কোন কোন দেশে যাবে সেটা এই প্রতিষ্ঠান ও ফিফা যৌথভাবে ঠিক করে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের আগে বাংলাদেশে না এলেও শ্রীলংায় ট্রফি পরিভ্রমণ করেছিল। এবার বাংলাদেশে আসছে। তবে দক্ষিণ এশিয়ার অন্য সব দেশে না-ও যেতে পারে।
বিএসডি/ এমআর