নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্তদের ৭৮ শতাংশের শরীরে ডেলটা ভেরিয়েন্ট পাওয়া গেছে। গত জুন মাসে করোনা রোগীদের নমুনার জিনোম সিকোয়েন্স করে এ তথ্য পাওয়া গেছে।
রোববার (৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইডিসিআর)।
গত মে মাসে সংগৃহীত নমুনার জিনোম সিকোয়েন্স করে ৪৫ শতাংশের শরীরে ডেলটা ধরনটি পাওয়া গিয়েছিল। করোনার এই ধরননি প্রথমে ভারতে পাওয়া যায়।
অন্য অনেক ভাইরাসের মতো নতুন করোনাভাইরাসও ক্রমাগত রূপ বদল করে চলছে। এর মধ্যে গত বছর ভারতে এর যে পরিবর্তিত একটি রূপ শনাক্ত হয়, তা নাম পেয়েছে ডেল্টা।
এই ধরন বা ভ্যারিয়েন্টটি (বি.১.৬১৭.২) অতি সংক্রামক হওয়ায় ইতোমধ্যে একে ‘বিশ্বের উদ্বেগ’ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বাংলাদেশে গত এপ্রিল থেকে করোনাভাইরাসের অন্য ধরনগুলোকে ছাপিয়ে ডেল্টা ধরনটির দাপট দেখাতে থাকে।
আইইডিসিআর জানায়, ২০২০ সালের ডিসেম্বর থেকে সিকোয়েন্স করা নমুনার সবগুলোয় আলফা ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছিল। মার্চে করা নমুনার ৮২ শতাংশে ছিল বেটা ভ্যারিয়েন্ট, ১৭ শতাংশ নমুনা আলফা ভেরিয়েন্ট। এপ্রিল মাসে সংক্রমিতদের মধ্যে বেটা ভ্যারিয়েন্টের প্রাধান্য ছিল। এপ্রিলে বাংলাদেশে ডেল্টা ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর থেকে এই ভ্যারিয়েন্টে আক্রান্তের হার বাড়তে থাকে। বতর্মানে এই ভ্যারিয়েন্টের প্রাধান্য সুস্পষ্ট দেখা যাচ্ছে।
সাজ্জাদ/কাইয়ুম