খেলাধূলা প্রতিনিধি:
বাংলাদেশ ও স্বাগতিক জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন ১-১ এ সমতায়। তাই তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি পরিণত হয়েছে সিরিজ নির্ধারণীতে। বাংলাদেশ সময় মঙ্গলবার বিকেল ৫টায় অঘোষিত সেই ফাইনালে মুখোমুখি হবে দুদল।
দ্বিতীয় ম্যাচে চোট পেয়ে ছিটকে গেছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। তাই শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন মোসাদ্দেক হোসেন সৈকত। যিনি দ্বিতীয় ম্যাচে ৫ উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন।
সর্বশেষ দুই সিরিজে মাহমুদ উল্লাহর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল। বাজে অধিনায়কত্বে দুটি সিরিজ হারতে হয়। যে কারণে বিশ্রামের মোড়কে উইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দল থেকে সরিয়ে দেওয়া হয় মাহমুদ উল্লাহ রিয়াদকে। সেই মাহমুদ উল্লাহকেই জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে দলে নেওয়া হলো। সোহান ইনজুরিতে ছিটকে যাওয়ায় তার জায়গায় দলে ফিরেছেন সাবেক অধিনায়ক মাহমুদ উল্লাহ।
উল্লেখ্য যে, প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের কাছে ১৭ রানে হেরে যায় বাংলাদেশ। তবে ৭ উইকেটের বড় ব্যবধানে জিতে টাইগাররা ঘুরে দাঁড়ায় দ্বিতীয় ম্যাচেই।
বিএসডি/ এমআর