মুছা মল্লিক
ফেডারেশন অব বাংলাদেশ কাষ্টম ক্লিয়ারিং এন্ড ফরওয়ারডিং এজেন্ট এসোসিয়েশন এর বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ আগস্ট) ফেডারেশন অব বাংলাদেশ কাষ্টম ক্লিয়ারিং এন্ড ফরওয়ারডিং এজেন্ট এসোসিয়েশন এর নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি মফিজুর রহমান সজনের সভাপতিত্বে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় লাইসেন্সিং বিধিমালা নিয়ে আলোচনা ও ঢাকা কাষ্টম এজেন্ট এসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটি থেকে ফেডারেশনের প্রতিনিধিদের
অন্তর্ভূক্তি বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা সহ নানাবিধ বিষয়ে আলোচনা হয়।
সূত্রমতে, গত (২৯ আগষ্ট) শনিবার ফেডারেশন অব বাংলাদেশ কাষ্টম ক্লিয়ারিং এন্ড ফরওয়ারডিং এজেন্ট এসোসিয়েশন এর বেলী রোডস্হ নিজস্ব কার্যালয়ে
বিকাল ৫টায় এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাধারণ সিএন্ডএফদের দীর্ঘদিনের প্রানের দাবী কাষ্টম এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২০
সংশোধন নিয়ে বিশদ আলোচনা হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, কাষ্টম এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২০ এর কিছু ধারা সুষ্ঠভাবে সিএন্ডএফ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে অন্তরায় এবং নাগরিক মৌলিক অধিকার পরিপন্থি। বিধিমালা সংশোধণ করা না হলে রাজস্ব আহরণে সিএন্ডএফ এজেন্টরা তাদের ভূমিকা যথাযথভাবে পালন করতে ব্যর্থ হবে এবং এর বিরুপ প্রভাব পড়বে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রায়।
নেতৃবৃন্দ আরও বলেন, এ বিষয়ে আমরা রাজস্ব বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর লিখিত আবেদন জানালেও অদ্যবধি কোন পদক্ষেপ নেয়া হয়নি।
এ বিষয়ে সংগঠনের মহাসচিব মোঃ সুলতান হোসেন খান বর্তমান সময়কে বলেন, সুষ্ঠ সমাধান কল্পে আমরা এখনও বোর্ডের উর্ধ্বতণ কর্মকর্তাদের সাথে
আলোচনা অব্যহত রেখেছি। রবিবার (২৯ আগষ্ট) রাজস্ব বোর্ডের সদস্য খন্দকার আমিনুর রহমান ও সৈয়দ গোলাম কিবরিয়া স্যারের সাথে
এ বিষয়ে অলোচনা হয়েছে এবং এ সময় তারা কাষ্টম এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২০ এর আমাদের দাবীকৃত কিছু অংশ দ্রুত সংশোধনের আশ্বাস প্রদান করেছেন।
উল্লেখ্য, সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি এ কে এম আক্তার হোসেন। ঢাকা কাস্টমস এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মোঃ মিজানুর রহমান। চট্টগ্রাম সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু। বেনাপোল কাস্টমস এবং সিএন্ডএফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক ইমদাদুল হক লতা এবং মোংলা সিএন্ডএফ এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃ কবির আহমেদ।
এছাড়া বিধিমালা দ্রুত সংশোধনের দাবীতে সোনামসজিদ, বুড়িমারী, রোহনপুর, বাংলা হিলি, ভোমরা, আখাউড়া এবং বিলুনিয়া সিএন্ডএফ এসোসিয়েশনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় উপস্থিত ছিলেন ফেডারেশনের অন্তর্ভুক্ত বিভিন্ন এসোসিয়েশনের নেতৃবৃন্দ । সভাটি পরিচালনা করেন ফেডারেশনের মহাসচিব মোঃ সুলতান হোসেন খান।
বিএসডি/এমএম