আন্তর্জাতিক ডেস্ক,
কাবুলের পতনের মধ্য দিয়ে আগস্টের ১৫ তারিখে আফগানিস্তানের পুরোপুরি নিয়ন্ত্রণ পেয়েছে তালেবান। তালেবানের সাথে চীনের সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি নিশ্চিত এ বিষয়ে একটা উপায় খুঁজে বের করবে চীন।
চীন তালেবানকে অর্থ সহযোগিতা করতে পারে- এ বিষয়টা নিয়ে উদ্বিগ্ন কি না, বাইডেনের কাছে এমন প্রশ্ন করা হলে তিনি জবাব দেন, তালেবানের সাথে চীনের একটা সমস্যা রয়েছে। তাই আমি নিশ্চিত, তারা একটা উপায় খুঁজে বের করার চেষ্টা করবে। পাকিস্তান, রাশিয়া, ইরান যেমনটা করবে। তারা সবাই এখন বোঝার চেষ্টা করবে যে তারা এখন কী করবে।
যুক্তরাষ্ট্র এবং তার সাত মিত্র তালেবানের বিষয়ে নিজেদের প্রতিক্রিয়ায় একটা সমন্বয় থাকবে বলে একমত হয়েছে। এদিকে এরইমধ্যে যুক্তরাষ্ট্র আফগানিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আটকে দিয়েছে।
তালেবানের ওপর এমন অর্থনৈতিক খড়্গ থাকলেও বিশেষজ্ঞদের অনেকে ধারণা করছেন, চীন, রাশিয়া বা অন্য কোনো দেশ যদি তালেবানকে অর্থ সহযোগিতা করে, তবে অন্যান্য বাধাগুলো তাদের জন্য আর সমস্যার হবে না।
বিশ্বের ২০টি বড় অথনৈতিক দেশের জোটের বর্তমান সভাপতি ইতালি আফগানিস্তান ইস্যুতে একটি ভার্চুয়াল মিটিংয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ গ্রুপে চীন এবং রাশিয়াও আছে। তবে এ বৈঠকের জন্য কোনো তারিখ এখনও নির্ধারণ করা যায়নি। এ থেকে জোটে বিষয়টি নিয়ে মতবিরোধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে ২৯ আগস্ট বলেছিলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিৎ তালেবানের পাশে থাকা এবং ইতিবাচকভাবে তাদের বিভিন্ন নির্দেশনা দেওয়া।
বিএসডি/এএ