শিক্ষা ডেস্ক:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে সম্পন্ন হয়েছে। শুক্রবার (০১ অক্টোবর) সকাল ১১টায় বাকৃবির বিভিন্ন কেন্দ্রে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ৭ হাজার ৮১২ জন শিক্ষার্থী।
এ সময় ভর্তি পরীক্ষার হল পরিদর্শন করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন এবং ঢাবির প্রতিনিধি দল।
পরীক্ষা শেষে ভর্তিচ্ছু শিক্ষার্থী নাঈম ইবনে জামান বলেন, দীর্ঘ অপেক্ষার পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিতে পেরে সত্যিই আমি আনন্দিত। প্রশ্নপত্র সহজ ছিল এবং পরীক্ষার পরিবেশও ভালো ছিল। বিভাগে কেন্দ্র দেওয়ায় আমাদের কষ্ট লাঘব হয়েছে।
হল পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন ঢাবির সহকারী প্রক্টর ড. আনোয়ার। তিনি বলেন, এখানে পরীক্ষার প্রশ্নপত্র কঠোর পুলিশি নিরাপত্তায় আনতে পেরেছি এবং তা সংরক্ষণ করতে পেরেছি। সার্বিক নিরাপত্তার দিক থেকে কোনো সমস্যা হয়নি।
উল্লেখ্য, ধারাবাহিকভাবে বাকৃবির কেন্দ্রগুলোতে অক্টোবরের ২, ৯, ২২ ও ২৩ তারিখ যথাক্রমে ঢাবির খ, গ, ঘ ও চ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিএসডি/আইপি