রকমারি ডেস্ক,
বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বন্য পশুর লড়াইয়ের ভিডিও দেখা যায়। অনেক সময় সাহসিকতার সঙ্গে বিশালদেহী প্রাণীর সঙ্গেও লড়াই করতে দেখা যায় আকারে ছোট প্রাণীকেও। এ রকম একটি ভিডিও সামাজিক যোগাযােগমাধ্যমে ছড়িয়েছে; যেখানে দেখা যাচ্ছে বাঘ-বিড়ালের লড়াই।
লড়াইয়ের এই ভিডিও ভাইরাল হতেই অনেকেই বিড়ালের সাহসে অবাক হয়েছেন। ভিডিওতে দেখা যায়, একটি কুয়ায় মুখোমুখি দাঁড়িয়ে একে অপরের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ছে বিশালাকার চিতাবাঘ এবং ক্ষুদে এক বিড়াল। চিতার হুঙ্কারে বিন্দুমাত্র ঘাবড়ে না গিয়ে নিজের চূড়ান্ত সাহসিকতার পরিচয় দিয়ে অবলীলায় হার মানাল চিতাকে। আর সেই নাটকীয় মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
১৬ সেকেন্ডের ভাইরাল হওয়া ক্লিপে দেখা যাচ্ছে, একটি চিতাবাঘ এবং বিড়াল মুখোমুখি। বিড়ালকে তাড়া করতে গিয়ে চিতাবাঘটি কুয়োর ভেতরে পড়ে যায়, পড়ে যায় বিড়ালও। আর সেখানেই শুরু হয় লড়াই। প্রথমে সামনে চিতাকে দেখে কিছুটা ঘাবড়ে গিয়েছিল বিড়ালটি। পর মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে রুখে দাঁড়ায় চিতার বিরুদ্ধে।
এদিকে, বিড়ালের এভাবে রুখে দাঁড়ানোতে কিছুটা ঘাবড়ে লড়াইয়ের ময়দানে অনেকটা ব্যাকফুটে চলে যায় চিতা। চিতাবাঘটি কুয়োর পানি থেকে লাফিয়ে বিড়ালের দিকে তেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই বিড়ালটি প্রতিশোধ নেওয়ার এবং আত্মরক্ষার চেষ্টা করে। নিজের অবস্থান থেকে একবিন্দু না সরেই লড়াই জারি রাখে বিড়াল। শেষমেশ বিড়ালের তাড়া খেয়ে চিতাবাঘটি আবারও কুয়োর জলে পড়ে যায়।
ভারতের মহারাষ্ট্রের পশ্চিম নাসিক বিভাগের উপ-বন সংরক্ষক পঙ্কজ গর্গ দেশটির বার্তাসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘বিড়ালটিকে তাড়া করার সময় চিতাবাঘটি কুয়ায় পড়ে যায়, পরে সেটিকে উদ্ধার করে দূরে জঙ্গলে ছেড়ে আসা হয়েছে।’
বিএসডি/এএ