স্টাফ রিপোর্টার
রাজধানীর বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে হাসু মিয়া (৩০) নামে এক রড মিস্ত্রি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় আফতাবনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের বড় ভাই হবিবর রহমান জানান, আমরা দুই ভাই একই ভবনের ৬ তলায় কাজ করছিলাম। সেখান থেকে হাসু নিচে পরে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।হাসু রড মিস্ত্রির কাজ করত।
তিনি আরও জানান, আমরা ওই নির্মাণাধীন ভবনে থাকতাম। আমাদের বাড়ি নীলফামারীর সদর থানায়। হাসুর ৮ মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, ভবন থেকে পড়ে গুরুতর আহত একজনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নাহিদ হোসেন নামে এক জনকে আটক করেছে পুলিশ। বিষয়টি বাড্ডা থানাকে জানানো হয়েছে।
বিএসডি/এমএম