বিনোদন ডেস্ক:
অস্কারের ৯৪তম আসরের সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়ল বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় প্রাথমিক ভোটের জন্য রাখা ১৫টি সিনেমার নাম প্রকাশ করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ। সেখানে নেই কান উৎসবে অংশ নেওয়া বাংলাদেশে সিনেমাটি।
অ্যাকাডেমির সব শাখার সদস্যদের ভোটে সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ১৫ সিনেমা থেকেই চূড়ান্ত মনোনয়ন পাবে ৫টি সিনেমা। বুধবার (২২ ডিসেম্বর) ই-মেইলে এসব তথ্য জানিয়েছে অস্কারের প্রচারণা বিভাগ।
জানা যায়, এবারের অস্কারে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাখায় ৯২টি দেশের সিনেমা জমা পড়েছিল। সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ১৫ সিনেমার বেশিরভাগই ৭৪তম কান উৎসবের অফিসিয়াল সিলেকশনে ছিল। সেগুলোর সব পুরস্কারও জিতেছে।
আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার সংক্ষিপ্ত তালিকায় এশিয়া মহাদেশ থেকে চমক দেখিয়েছে ভুটান। এছাড়াও জায়গা করে নিয়েছেন ইরান ও জাপানের সিনেমা।
আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সংক্ষিপ্ত তালিকা
* গ্রেট ফ্রিডম (অস্ট্রিয়া)
* প্লেগ্রাউন্ড (বেলজিয়াম)
* লুনানা: অ্যা ইয়াক ইন দ্য ক্লাসরুম (ভুটান)
* ফ্লি (ডেনমার্ক)
* কম্পার্টমেন্ট নম্বর সিক্স (ফিনল্যান্ড)
* আই’ম ইউর ম্যান (জার্মানি)
* ল্যাম্ব (আইসল্যান্ড)
* অ্যা হিরো (ইরান)
* দ্য হ্যান্ড অব গড (ইতালি)
* ড্রাইভ মাই কার (জাপান)
* হাইভ (কসোভো)
* প্রেয়ারস ফর দ্য স্টোলেন (মেক্সিকো)
* দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড (নরওয়ে)
* প্লাজা ক্যাটেড্রাল (পানামা)
* দ্য গুড বস (স্পেন)
মোট ১০টি শাখার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। অন্যগুলো হলো প্রামাণ্যচিত্র, স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, রূপসজ্জা ও চুল সজ্জা, মৌলিক সুর, মৌলিক গান, স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, শব্দ এবং ভিজ্যুয়াল ইফেক্টস।
আগামী ২৭ জানুয়ারি শুরু হয়ে ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মনোনয়ন তালিকা নির্বাচনের ভোটগ্রহণ। এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে ৮ ফেব্রুয়ারি। হলিউডের ডলবি থিয়েটারে এবারের আসর বসবে ২৭ মার্চ। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে এই আয়োজন।
বিএসডি/জেজে