খেলাধুলা ডেস্ক
অভিষেকের তিন বছর পেরিয়ে গেছে। এখনো উইকেটের খাতা খোলা হয়নি খালেদ আহমেদের। এ সময় ম্যাচ অবশ্য খেলেছেন মাত্র দুটো। সেই খালেদ অবশেষে পেলেন উইকেটের দেখা। সময়ের অন্যতম সেরা বাবর আজমকে শিকার করেই খুললেন খাতাটা।
মঙ্গলবার ইনিংসের ৬৮তম ওভারটা করতে এসেছিলেন এবাদত। তার করা পঞ্চম বলটা খানিকটা নিচু হয়ে গেল বাবর পর্যন্ত যেতে যেতে। তাতেই ধোঁকা খেয়ে গেলেন যেন পাক অধিনায়ক। সামলাতে পারলেন না, পারলেন না ঠেকিয়ে দিতেও; বলটা গিয়ে সোজা আঘাত হানলো তার প্যাডে। এলবিডব্লিউর জোরালো আবেদন উঠল। আম্পায়ার মাইকেল গফ তর্জনি তুলে দিতে দ্বিধা করলেন না একটুও। এবাদত ভাসলেন প্রথম উইকেটের উল্লাসে।
তবে আম্পায়ারের দ্বিধা না থাকলেও দ্বিধা ছিল বাবরের মনে। এলবিডব্লিউর সে সিদ্ধান্ত রিভিউ করে বদলে দিতে চেয়েছিলেন তিনি। তবে রিপ্লেতে পরিষ্কার দেখা যায় পিচ করেছে অফস্টাম্পের বাইরে, ইমপ্যাক্ট ছিল লাইনে, শেষে বলটাও হিট করছিল লেগ স্টাম্পে। তাতেই টিকে গেল খালেদের উইকেট, আর পাকিস্তান বাবরের উইকেট তো হারালোই, সঙ্গে গচ্চা দিল একটা রিভিউও।
বিএসডি/ এসএ