নিজস্ব প্রতিবেদক, রংপুর:
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, সরকার বারবার জনগণকে ধোঁকা দিচ্ছে। দুর্নীতি করে হাজার কোটি টাকা লুটপাট করছে। বর্তমান সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রংপুর নগরীর এক কমিউনিটি সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন। গণসংহতি আন্দোলনের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তিনি।
তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত নির্বাচনের আগে সব দলকে ডেকেছিলেন। তাকে বিশ্বাস করে আমরা আলোচনায় অংশ নিয়েছিলাম। কিন্তু তিনি তার (প্রধানমন্ত্রী) প্রতিশ্রুত কথা রাখেনি। আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।
জুনায়েদ সাকি বলেন, জণগণকে বারবার ধোঁকা দেওয়া হয়েছে। আর কাউকে সুযোগ দেওয়া হবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে আনা হবে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি শেখ মুজিবুর রহমানের কন্যা। যাকে জনগণ বঙ্গবন্ধু উপাধি দিয়েছেন। তার কন্যা হিসেবে আপনাকে আমরাও বিশ্বাস করেছিলাম। কিন্তু আপনি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এটা প্রতারণা ও অন্যায়।
সভায় আরও বক্তব্য রাখেন দলটির কেন্দ্রীয় সদস্য দীপক রায়, রংপুর জেলা শাখার সদস্য আসিফ ইকবাল সাজু, মোকাব্বের হোসেন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের রংপুর জেলা শাখার সমন্বয়ক তৌহিদুর রহমান।