খেলাধুলা ডেস্ক:
মাঠে নামার আগেই বার্সেলোনা জানতে পারে, তারা চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে। কেননা সান সিরোতে ভিক্তোরিয়া প্লজেনের বিপক্ষে ইন্টার ৪-০ ব্যবধানের বড় জয় পেয়েছে। তবে বার্সা ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে নেমেও কোনো লাভ করতে পারেনি। বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-০ গোলের লজ্জার পরাজয় বরণ করেছে। এর ফলে নেমে গেছে ইউরোপা লিগে।
‘সি’ গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ ষোলো নিশ্চিত করল বায়ার্ন মিউনিখ। জার্মান জায়ান্টরা ৫ ম্যাচেই জয় তুলে নিয়ে ১৫ পয়েন্ট সংগ্রহ করেছে। সমান ম্যাচে ১০ পয়েন্ট তুলে নেওয়া ইন্টার মিলান রানার্সআপ হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে। ৫ ম্যাচের মধ্যে শুধু প্লজেনকে হারাতে পারা বার্সা ৪ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থান নিশ্চিত করেছে। প্লজেন পয়েন্টহীন হিসেবে তলানিতে।
বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে বার্সার এ নিয়ে টানা ষষ্ঠ ম্যাচে হার দেখল। বাভারিয়ানদের হয়ে গোল তিনটি করেন সাদিও মানে (১০), এরিক ম্যাক্সিম চুপো-মোটিং (৩১) ও বেনইয়ামিন পাভার (৯০+৫)।
বিএসডি/কাফি