নিজস্ব প্রতিবেদক,
২১ বছরের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। লিওনেল মেসি আর বার্সেলোনার নন। পিএসজিতে নাম লিখিয়েছেন, হয়ে গেছে আনুষ্ঠানিক পরিচয়-পর্বও। কিন্তু বার্সেলোনার ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিলেন যিনি, তাকে কি আর এত সহজে ভোলা যায়?
বার্সেলোনাও ভোলেনি, অন্তত সমর্থকরা তো বটেই। কোচ রোনাল্ড কোম্যান অবশ্য বলেছিলেন, মেসি বার্সেলোনার ইতিহাসের যত গুরুত্বপূর্ণ খেলোয়াড়ই হন না কেন, নতুন দিনের কথা ভেবে সামনে তাকাতে হবে দলকে। তবে সমর্থকরা সেসব কথার ধার ধারেন থোরাই।
করোনা মহামারি স্টেডিয়ামের প্রাণ কেড়ে নিয়েছিল যেন। গেল বছর এই রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে জেতা এক ম্যাচেই শেষবার ন্যু ক্যাম্পে পা পড়েছিল দর্শকদের। এরপর তো খেলাই বন্ধ হয়ে গিয়েছিল মহামারির আঘাতে। দীর্ঘ বিরতির পর মাঠে যখন ফিরল ফুটবল, খেলাগুলো হতে থাকল ফাঁকা গ্যালারীতে।
সেই নির্বাসন কাটিয়ে দীর্ঘ ৫২৬ দিন পর ন্যু ক্যাম্প আবারও কেঁপে উঠল ‘এল কান্ত দেল বার্সা’র তালে, দর্শকরা ফিরলেন মাঠে। ধারণক্ষমতার ৩০ শতাংশ উপস্থিতি ছিল, ন্যু ক্যাম্পের ৯৮০০০ ধারণক্ষমতা তাতে নেমে এল ২০ হাজারের আশে পাশে। কিন্তু তবু দর্শক তো ফিরেছে মাঠে, উপলক্ষটা বিশেষই হওয়ার কথা।
সেই উপলক্ষটাতেও মিশে থাকল বেদনা। ন্যু ক্যাম্পের রাজাধিরাজ লিওনেল মেসিই যে নেই দলে! তবে দর্শকদের ছোঁয়ায় যেন ফিরে এলেন তিনি। রোনাল্ড কোম্যান ‘মুভ অনের’ বার্তা দিলেও সেটা যে সমর্থকদের জন্য নয়, তা বলাই বাহুল্য। হলেও যে খুব মানতেন বার্সা সমর্থকরা, বিষয়টা তেমন নয়।
মেসির বার্সেলোনা ছাড়ার পেছনে সমর্থকরা এখনো দায় দেন সভাপতি হোয়ান লাপোর্তার। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ থাকল এই ম্যাচে। খেলার আগেই স্টেডিয়াম চত্বর ভরে ওঠে লাপোর্তা বিরোধী ব্যানারে। ১৯৯৬ সালে যখন ক্লাবের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ইয়োহান ক্রুইফ বার্সেলোনা ছাড়ছেন, তখন ন্যু ক্যাম্প তার সমর্থনে আর তৎকালীন সভাপতি হোসে লুইস নুনিয়েজের বিরুদ্ধে স্লোগান তুলেছিল, ‘ক্রুইফ সি, নুনিয়েজ নো’। বাংলায় যা দাঁড়ায়, ‘ক্রুইফকে হ্যাঁ, নুনিয়েজকে না।’
তেমন কিছু স্লোগানও দেখা গেল সেখানে। মেসির সম্মানে বার্সা এখনো ১০ নম্বর জার্সি দেয়নি কাউকে। সেই মেসির নামাঙ্কিত দশ নম্বর জার্সি এখনো বিক্রি হচ্ছে ক্লাবের স্টোরে। সমর্থকদের গায়েও দেখা মিলল সে জার্সির। তা ছাড়া পুরোনো মেসির নাম লেখা জার্সি পরে তো সমর্থক এসেছিলেনই।
অনন্য দৃশ্যের দেখা মিলল ম্যাচে। এর আগে জুভেন্তাস ম্যাচেও এমন কিছু করেছিলেন দর্শকরা। ম্যাচের দশম মিনিটে প্রায় ২০০০০ দর্শকের ‘মেসি মেসি’ রবে কাঁপল ন্যু ক্যাম্পের আকাশ বাতাস। কেউ কেউ উঁচিয়ে ধরলেন জার্সি। এভাবেই যেন লা লিগায় নিজেদের শুরুর ম্যাচে মেসিকে ফিরিয়ে এনেছিলো বার্সায়।
বিএসডি/আইপি