শিরোনামে অবাক লাগা স্বাভাবিক। প্রশ্নবোধক চিহৃটা সেজন্যই। ইউরোর মাঝে স্পেনের বাতাসে গুঞ্জন উঠেছে, ক্রিস্টিয়ানো রোনালদোকে বার্সেলোনায় লিওনেল মেসির সতীর্থ বানাতে চান ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তা।
দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে সতীর্থ বানানোর প্রায় অসম্ভব ভাবনাই নাকি খেলছে লাপোর্তার মনে, এমন তথ্য জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম এএস।
স্প্যানিশ সংবাদকর্মী হাভিয়ের মাতালানস সংবাদমাধ্যমটিতে কলামে লিখেছেন, গত সপ্তাহ থেকে লাপোর্তা মেসি-রোনালদোকে সতীর্থ বানানোর কথা ভাবছেন। তা বাস্তবে রুপ দিতে বার্সা সভাপতি নাকি রোনালদোকে ক্যাম্প ন্যু-তে নিয়ে আসার ছকও কষে ফেলেছেন।
ঐতিহাসিক এই দলবদল করতে বার্সা বোর্ডে নিজের আস্থাভাজনদের ওপর ভরসা রেখেছেন লাপোর্তা। যদিও মেসির সঙ্গেই এখনো চুক্তি নবায়ন করতে পারেনি বার্সা। লাপোর্তা অবশ্য মেসিকে ধরে রাখার বিষয়ে ভীষণ আত্মবিশ্বাসী। দ্বিতীয় মেয়াদে সভাপতি হয়ে আসার পর থেকে এ নিয়ে ইতিবাচক কথা বলে যাচ্ছেন তিনি। চলতি মাসেই মেসির সঙ্গে বার্সার বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে।
এএস জানিয়েছে, রোনালদোর এজেন্ট হোর্হে মেন্দেজকে এখনো কিছু জানায়নি বার্সা। তবে পর্তুগিজ তারকাকে নিয়ে আসার বিনিময়ে আঁতোয়ান গ্রিজমান, সের্হি রবার্তো ও ফিলিপ কুতিনিওকে জুভেন্টাসের কাছে ছাড়তে রাজি বার্সা সভাপতি, এমন তথ্যই জানিয়েছে এএস। এই তিন খেলোয়াড়কে ছাড়ার মধ্য দিয়ে রোনালদোর পারিশ্রমিক দেওয়ার ছক কষছেন লাপোর্তা।
দুই পক্ষের মধ্যে এখনো আনুষ্ঠানিক কোনো কথা হয়নি। জুভেন্টাস ছেড়ে রোনালদো বার্সায় মেসির সঙ্গে জুটি বাঁধতে রাজি কি না, সেটিও নিশ্চিত নয়। এদিকে কিছুদিন আগে বার্সার আক্রমণভাগে মেসির সঙ্গে যোগ দিয়েছেন তাঁর-ই বন্ধু ও আর্জেন্টিনা স্ট্রাইকার সের্হিও আগুয়েরো। তবে রোনালদো বার্সায় যোগ দিলে ঋণে জেরবার বার্সার আয় বাড়বে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।
রিয়াল মাদ্রিদে থাকতে লা লিগায় মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ছিলেন রোনালদো। ২০১৮ সালে রিয়াল ছেড়ে ইতালিয়ান ক্লাবটিতে যোগ দেন তিনি। সিরি আ-তে গত মৌসুমে সর্বোচ্চ গোল দিলেও জুভেন্টাসকে তিনি লিগ জেতাতে পারেননি। তাঁর এ সময়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপারও দেখা পায়নি জুভেন্টাস।
গুঞ্জন চলছে, ইতালিয়ান ক্লাবটি ছাড়তে পারেন ৩৬ বছর বয়সী এ ফরোয়ার্ড। তাঁকে জড়িয়ে বেশ কিছু ক্লাবের নাম শোনা যাচ্ছে। সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেও ফিরতে পারেন। বার্সা যে এ তালিকায় সবচেয়ে চমকপ্রদ সংযোজন তা বললেও চলে।