নিজস্ব প্রতিবেদক
বালাকোটের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে দেশ, জাতি ও ইসলামের কল্যাণে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
তিনি বলেন, বালাকোট যুদ্ধে সাইয়্যেদ আহমদ বেরলভীর আত্মত্যাগ ও বীরোচিত শাহাদত ভারতীয় উপমহাদেশে মুসলমানদের সংগ্রামী ইতিহাসের এক অনন্য, গৌরবোজ্জ্বল ও যুগান্তকারী অধ্যায়।
মঙ্গলবার (৬ মে) সন্ধ্যায় রাজধানীর আল ফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত বালাকোট দিবসের এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন মোহাম্মদ সেলিম উদ্দিন।
ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিমুদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত।
সেলিম উদ্দিন বলেন, ১৮৩১ সালের ৬ মে বালাকোটে ব্রিটিশ মদতপুষ্ট অত্যাচারী শিখদের বিরুদ্ধে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে জিহাদ করে হাসিমুখে শাহাদতকে বরণ করে নিয়েছেন আযাদী আন্দোলনের অন্যতম সিপাহসালার সাইয়্যেদ আহমদ শহীদ বেরলভী (র.)। একইসঙ্গে শাহাদতবরণ করেন ভারতের নানা প্রান্ত থেকে আসা ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতার স্বপ্নে বিভোর ঈমানদারদের এক বিরাট বহর।
তিনি বলেন, এ যুদ্ধের প্রত্যক্ষ ফলাফল বিশ্লেষণে মুজাহিদীনদেরকে সুস্পষ্টভাবে বাহ্যিক বিজয়ী বলা যায় না। কিন্তু বালাকোটের মুজাহিদদের জিহাদই এ উপমহাদেশে এখনো ইসলামের নূর প্রজ্বলিত রাখার অন্যতম অনুষঙ্গ। ১৮৩১ সালের বালাকোটের জিহাদ কেবল কয়েক হাজার শিখ সেনার বিরুদ্ধে কয়েকশত মুজাহিদের নিছক এক যুদ্ধ ছিল না বরং এ জিহাদ ছিল পুনর্জাগরণের। এ জিহাদের শিকড় যুক্ত ছিল বদর, ওহুদ, কারবালা আর নদিয়ার সঙ্গে।
জামায়াতের এ নেতা বলেন, বাংলায় ইসলামের নবযুগের সূচনায় ইখতিয়ার উদ্দীন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির নদিয়া বিজয় যতটা গুরুত্বপূর্ণ ছিল, উপমহাদেশে দ্বীনের নিভু নিভু আলোকে প্রজ্বলিত রাখতে এবং এ জনপদে ইসলামের অস্তিত্বের জানান দিতে সাইয়্যেদ আহমদ শহীদের বালাকোটর জিহাদও একইরকম গুরুত্বপূর্ণ।
বালাকোটের ত্যাগ, কোরবানি ও চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ, জাতি ও ইসলামের জন্য যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে সেলিম উদ্দিন বলেন, বালাকোটের যুদ্ধ নিছক একটি যুদ্ধ ছিল না, বরং তা ছিল ভারতীয় উপমহাদেশে ইসলাম ও মুসলমানদের অস্তিত্ব টিকে থাকার ক্ষেত্রে এক নিরন্তর সংগ্রাম। বালাকোটের যুদ্ধ মুজাহেদীনের আত্মদানের স্মৃতি, ঘুমিয়ে থাকা মুসলিম সমাজের আবারো জিহাদের পথ দেখানো মুক্তি সংগ্রামের এক সুমহান আলোকবর্তিকা।
তিনি বলেন, প্রায় দুই শতাব্দী অতিক্রান্ত হলেও বালাকোটের সংগ্রামী চেতনা, মুজাহিদদের রণহুঙ্কার এখনো উপমহাদেশের মুসলিমদের জন্য প্রাসঙ্গিকই শুধু নয়, বরং টালমাটাল মুসলিম সমাজের জন্য দিকনির্দেশক হিসেবে ইতিহাসের পাতায় চির অম্লান আছে। কিন্তু অতীব পরিতাপের বিষয় যে, এ দেশে প্রজন্মের পর প্রজন্ম পাঠ্যবইয়ে ব্রিটিশবিরোধী আন্দোলনের যে ইতিহাস পড়ানো হয় সেখানে বালাকোট সম্পূর্ণ অনুপস্থিত।
মহানগর উত্তর জামায়াত আমির বলেন, পাঠ্যবইয়ে ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ, তিতুমীরের বাঁশেরকেল্লার কথা থাকলেও তিতুমীর যেখান থেকে ঈমানের, জিহাদের দীক্ষা নিয়েছিলেন সে জিহাদী সাইয়্যেদ আহমদ (র.) ও বালাকোটের বাইআতকে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে বারবার। তাই মুসলমানদের ঈমান, আকিদাহ রক্ষায় এবং দেশ ও জাতির ভবিষ্যৎ বিনির্মাণে জীবনের সব ক্ষেত্রে বালাকোটের আদর্শ অনুসরণ করতে হবে।
সেলিম উদ্দিন বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী ফ্যাসিবাদের পতন হলেও আমাদের পরিপূর্ণ বিজয় এখনো আসেনি, বরং বিজয়ের পথচলা সবে শুরু হয়েছে। কারণ, স্বৈরাচার ক্ষমতাচ্যুত হলেও রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে পতিতদের প্রতিভূরা এখনো সক্রিয় রয়েছে। মাফিয়াতন্ত্রীরা রাষ্ট্রের সব সেক্টরকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। তাই দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের অনুষ্ঠানের জন্য রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করা অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। একইসঙ্গে জাতীয় নির্বাচনের আগে গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার ও স্থানীয় সরকার নির্বাচন আবশ্যকতা দেখা দিয়েছে। সর্বোপরি আগামী সংসদকে প্রতিনিধিত্বশীল করার জন্য পিআর পদ্ধতির নির্বাচন প্রচলন জরুরি হয়ে পড়েছে।
তিনি অন্তর্বর্তী সরকারকে সকল প্রকার চাপ ও ভয়ভীতির ঊর্ধ্বে থেকে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ও দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার আহ্বান জানান। অন্যথায় পতিতরা নতুন করে মাথাচাড়া দেবে।