নিজস্ব প্রতিবেদক,
প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সোমবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে তার আগের ২৪ ঘণ্টায় ৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগে শুক্রবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১০১ জন ডেঙ্গু রোগী। চলতি মাসের ১২ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ৪০৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া জানিয়েছেন, এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৯৬ জন। এর মধ্যে ৫৮৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে হাসপাতাল চিকিৎসাধীন আছেন ২০৯ জন। ২০৮ জনই ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং একজন ঢাকার বাইরের হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় যে ৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন তারা সবাই ঢাকার বাসিন্দা।
বিএসডি/এমএম