নিজস্ব প্রতিবেদক,
বাড়লো চামড়ার দাম। এ বছর ঈদুল আজহার জন্য নির্ধারিত এ দর গত বছরের চেয়ে বেশি। এবার ঢাকা মহানগরীর মধ্যে প্রতি বর্গফুটে দুই টাকা দাম বাড়িয়ে ৪০ থেকে ৪৫ টাকা করা হয়েছে। ঢাকার বাইরে দুই টাকা বাড়িয়ে ৩৩ থেকে ৩৫ টাকা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুলাই) ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট সার্বিক বিষয় নিয়ে আলোচনায় এ ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করেন। ভার্চুয়ালি এ সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অংশ নেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, খাসির চামড়া দুই টাকা প্রতি বর্গফুটে বাড়িয়ে ১৫ থেকে ১৭ টাকা এবং বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকায় বিক্রি হবে।
২০১৩ সালে প্রতি বর্গফুট ৮৫ থেকে ৯০ টাকা, ২০১৪ সালে ৭০ থেকে ৭৫ টাকা, ২০১৫ সালে ৫০ থেকে ৫৫ টাকা, ২০১৬ সালে ৫০ টাকা, ২০১৭ সালে ৫০ থেকে ৫৫ টাকা, ২০১৮-১৯ সালে ৪৫ থেকে ৫০ টাকা, ২০২০ সালে ৩৫ থেকে ৪০ টাকা নির্ধারণ করা হয়।
বিএসডি/এমএম