নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর তানোর উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত নেকশার আলীর (৩৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত নেকশার আলী তানোরের রাতৈল গ্রামের বাসিন্দা। চান্দুরিয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক। তিনি তানোরের চান্দুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিনের অনুসারী ছিলেন।
গত ২৭ মার্চ সন্ধ্যায় মফিজ উদ্দিনের অনুসারীদের সঙ্গে ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি আজাদ আলীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মফিজের পক্ষের ছয়জন ও আজাদের পক্ষের নয়জন আহত হয়েছিলেন। এ ঘটনায় নেকশার আহত হলে তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তানোর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, মারামারির ঘটনার পর দুই পক্ষ থানায় দুটি মামলা করেছিল। একপক্ষের একজন আজ (মঙ্গলবার) বিকেলে মারা গেছে। আগে করা মারামারির মামলাটিই রূপান্তর করে হত্যা মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে নিহতের মরদেহ রামেক হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।