নিজস্ব প্রতিবেদক:
সাভারে প্রায় ছয় শতাধিক অসহায় ও দুস্থের মাঝে কম্বল বিতরণ করেছে বিজিবি-৫। সোমবার (১০ জানুয়ারি) সকালে সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে তারা কম্বল বিতরণ করেন।
কম্বল পেয়ে জুলেখা বেগম বলেন, আমি সাভারের গুচ্ছুগ্রামে থাকি। শীতে গরম কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছিলাম। কিন্তু হঠাৎ কাউন্সিলর এসে বললেন বিজিবি কম্বল দেবে। তারপর কাউন্সিলরের কাছ থেকে টোকেন নিয়ে মাঠে চলে আসি। কম্বল পেয়ে খুব খুশি আমি।
ষাটোর্ধ্ব কহিনুর বেগম বলেন, শীতে অনেক কষ্ট পেয়েছি। মানুষের দরজায় দরজায় গিয়েছি একটি কম্বলের জন্য। আজ না চাইতেই বিজিবি কম্বল দিয়েছে। আমি তাদের জন্য দোয়া করি। কত রাত শীতে ঘুমাতে পারিনি। আজ থেকে শীতে আর কষ্ট পাব না।
সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর রমজান আহমেদ বলেন, বিজিবির এমন উদ্যোগ স্মরণীয় হয়ে থাকবে। এখান থেকে বিত্তবানদের শিক্ষা নিয়ে মানবতার হাত বাড়িয়ে অসহায়দের পাশে দাঁড়ানো উচিত।
ঢাকা ব্যাটালিয়নের (৫ বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ ফেরদৌস হাসান টিটো বলেন, আপনারা জানেন যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও অথবা যেকোনো কঠিন সময়ে বিজিবি জনগণের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে। তারই অংশ হিসেবে আমরা এবারও জনগণের পাশে দাঁড়িয়েছি। বিশেষ করে যারা অসহায়, দুস্থ আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। বিজিবির পক্ষ থেকে আমরা সারাদেশে এই কার্যক্রম পরিচালনা করছি। যত দিন শীত থাকবে তত দিন এই ধারা অব্যাহত রাখব।
বিএসডি /আইপি