বিনোদন প্রতিবেদন
জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস অভিনয়ে নিয়মিত কাজ করেন। এছাড়া সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় তিনি। অভিনয়ের ব্যস্ততার ফাঁকেই মাঝে-মধ্যে বিজ্ঞাপনে কাজ করেন।
সেই ধারাবাহিকতায় সম্প্রতি দেশ বন্ধু গ্রুপের বিজ্ঞাপন নিয়ে শিগগিরই দর্শকের সামনে আসছেন এই চিত্রনায়ক।
এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, আপাতত প্রতিষ্ঠানটির স্থির চিত্রের কাজ করছি। শিগগিরই টিভি বিজ্ঞাপনের কাজও করব। নতুন কনসেপ্টের এ কাজগুলো দর্শকের ভালো লাগবে।
অভিনয় ছাড়া এই চিত্রনায়ক এসবের পাশাপাশি একজন শৌখিন লেখকও। ২০ বছর পর আবারো তিনি একটি বই প্রকাশ করছেন। এটির নাম ‘এই গল্প সত্য নয়’। এরই মধ্যে বইটি লেখার কাজ সম্পন্ন করেছেন তিনি। আগামী বছর একুশের বইমেলায় এটি প্রকাশ করবেন ফেরদৌস। এদিকে গত মাসের শেষ প্রান্তে হৃদি হকের পরিচালনায় ‘১৯৭১ সেইসব দিন’ ছবির মাধ্যমে শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। এরপর আফজাল হোসেনের পরিচালনায় ‘মানিকের লাল কাঁকড়া’ সিনেমার শুটিং করবেন। এরপর পর্যায়ক্রমে নুরে এলাহীর পরিচালনায় ‘রাসেলের জন্য অপেক্ষা’ ছবির কাজও শুরু হবে।
এখলাস আবেদিনের পরিচালনায় ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’ ছবিটি পুরোপুরি প্রস্তুত মুক্তি দেওয়ার জন্য। এছাড়া জিএম ফারুকের পরিচালনায় ‘যদি আরেকটু সময় পেতাম’ ছবিটিও মুক্তির প্রক্রিয়ায় আছে।