লাইফস্টাইল ডেস্ক:
দীর্ঘ নয় মাস প্রতীক্ষা আর অসংখ্য ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছিলাম বিজয়। আমাদের হারানোর পাল্লা অনেক ভারী। কিন্তু অর্জনের ঝুলিও কম সমৃদ্ধ নয়। বিজয় দিবস আমাদের উৎসবের দিন। মুক্ত ও স্বাধীন জীবন পাওয়ার দিন। এই দিনের আনন্দ ছড়িয়ে পড়ুক হৃদয় থেকে হৃদয়ে। আমাদের চলন এবং বলনে প্রকাশ হোক দেশের প্রতি ভালোবাসা। বসনেও জায়গা হোক এই দেশপ্রেমের।
প্রতি বছর বিজয় দিবসে আমাদের ফ্যাশন হাউজগুলো নিয়ে আসে নতুন সব পোশাক। বিজয়ের উৎসবে একটি রঙিন পোশাক আপনি পরতেই পারেন! ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে তাদের রুচি ও সামর্থ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি বছরই আনা হয় বিজয়ের পোশাক। আমাদের তরুণেরা যেন বসনেও ধারণ করেন দেশের প্রতি ভালোবাসা, তারই প্রচেষ্টা হিসেবে এই উদ্যোগ অসাধারণ। জেনে নিন ফ্যাশন হাউজগুলোর এ বছরের বিজয়ের আয়োজন সম্পর্কে-
দেশীদশের আয়োজন
দেশের অন্যতম দশটি ফ্যাশন হাউজ কে-ক্র্যাফট, রঙ বাংলাদেশ, অঞ্জনস, নিপুন, বাংলার মেলা, বিবিআনা, সাদাকালো, দেশাল, নগরদোলা ও সৃষ্টির সমন্বিত উদ্যোগ দেশীদশ। দেশীয় ফ্যাশনশিল্প যাদের কাজের মূল ভিত্তি। বড়দের পাশাপাশি ছোটদের জন্যও বিশেষ আয়োজন থাকে প্রায় সব ফ্যাশন হাউজেই। এবারের বিজয়ের পোশাকেও ঘটেনি তার ব্যতিক্রম। পরিবারের সবার জন্য রয়েছে ম্যাচিং পোশাক। তাই আপনি চাইলে বাবা-মা, মা-মেয়ে, বাবা-ছেলে এমনকি পরিবারের সবাই একই থিমের পোশাক পরে বিজয়ের আনন্দ ভাগাভাগি করতে পারবেন। সেসবে পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, এম্ব্রয়ডারি, হাতের কাজ, ড্রাই ইত্যাদি। পোশাক ছাড়াও পাবেন নানা অ্যাকসেসরিজ, গয়না, হোমটেক্সটাইল, উপহারসামগ্রী ইত্যাদি।
মেঘ
বিজয় দিবস উপলক্ষ্যে ফ্যাশন হাউজ মেঘ ছোট-বড় সবার জন্যই সাজিয়েছে আয়োজন। থাকছে লাল-সবুজের পোশাক। পোশাকের মধ্যে আছে বড়দের ও ছোটদের জন্য টি-শার্ট, পাঞ্জাবি, কামিজ ও ফ্রক। এছাড়াও পরিবারের সবার জন্য আছে একই রং ও নকশার বিজয় দিবসের পোশাক। সেইসঙ্গে পাওয়া যাবে লাল-সবুজের মাস্কও।
কারু বুটিক
বিজয় দিবসের পোশাক নিয়ে আয়োজন রয়েছে ফ্যাশন হাউজ কারু বুটিক। এসময়ের আবহাওয়া ও পরিবেশের কথা মাথায় রেখে সুতি, সিল্ক, লিনেন, জর্জেট ও তাঁত ইত্যাদি কাপড় ব্যবহার করা হয়েছে। রেস্ট গ্রিন, পেইল গ্রিন, চিলি গ্রিন, ভিভিড গ্রিন ও রেড ইত্যাদি রং ব্যবহার করা হয়েছে। সেখানে পাবেন শাড়ি, টিউনিক, কুর্তি, টপস, শাল, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট এবং শিশুদের জন্য নানা পোশাক।
বিএসডি/ এলএল