তথ্যপ্রযুক্তি ডেস্ক:
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে স্বাধীনতার বীরদের খোঁজে ‘বীরের গল্প’ শিরোনামে উদ্ভাবনী ক্যাম্পেইন চালু করেছে অপো।
১২ – ১৮ ডিসেম্বর পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। এই সময়ে অপো ব্যবহারকারীরা ক্যামেরার মাধ্যমে তার আশেপাশের মানুষের জীবন যুদ্ধের গল্প নিয়ে আসবেন। ছবিতে তুলে আনবেন আসল যোদ্ধাদের কথা।
এক বিজ্ঞপ্তিতে অপো জানিয়েছে, আমাদের চারপাশে এমন সব মানুষ আছে যারা পাদপ্রদীপের নিচে। কিন্তু সমাজের জন্য তারা নানা অবদান রেখে যাচ্ছেন। অথচ অনেক সময়ই আমরা তাদের যথার্থ প্রাপ্য দিতে পারি না। আপনি যদি এসব মানুষের সন্ধান পান তাহলে এই ক্যাম্পেইনে অংশ নিয়ে পুরস্কৃত হতে পারেন।
এজন্য আপনাকে ছবির সাথে গল্পটি লিখে অপো বাংলাদেশের ফেসবুক পেজে শেয়ার দিতে হবে। ব্যক্তিটি হতে পারে আপনার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিতজন অথবা যে কেউ। মানুষের পাঠানো দারুণ সব বাছাইকৃত ছবি নিয়ে তৈরি করা হবে অপো গ্যালারি। এটি হবে অনেকটা ভার্চুয়াল আর্ট কালেকশনের মতো। আপনি চাইলে সাধারণ হ্যাশট্যাগের দিয়ে নিজের একটি গল্প বানাতে পারেন।
সব ছবি থেকে বিচারক প্যানেল সেরা তিনটি ছবি তথা তিনটি জীবনের গল্প বাছাই করে নেবেন। পরবর্তীতে তাদের পাশে দাঁড়াবে অপো ও ব্যুরো বাংলাদেশ। পুরস্কার হিসেবে থাকবে সম্প্রতি বাজারে আসা ফ্লাগশিপ রেনো ৬ অথবা আইওটি পণ্য।
বিএসডি/জেজে